অনলাইন ডেস্ক
ভারতের দেওয়া তিনটি বিমান পরিচালনা করার মতো যোগ্য পাইলট মালদ্বীপের সামরিক বাহিনীতে নেই বলে মন্তব্য করেছেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্দেশনার পর ভারতীয় সেনাদের দ্বীপ রাষ্ট্রটি ছেড়ে যাওয়ার কয়েক দিন পর গত শনিবার এক সংবাদ সম্মেলনে ঘাসান মামুন এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও আবদুল্লাহ ইয়ামিনের সরকারের সময় দেওয়া হেলিকপ্টার ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের সরকারের সময় দেওয়া ডর্নিয়ার বিমান দিয়ে মালদ্বীপের সেনাদের প্রশিক্ষণ দেওয়াই ছিল ভারতীয় সৈন্যদের মালদ্বীপে আসার মূল কারণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঘাসান মামুন বলেন, ‘মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে (এমএনডিএফ) এমন কোনো সেনা নেই যারা ভারতীয় সেনাবাহিনীর দেওয়া বিমান চালাতে সক্ষম। কেননা, কিছু সৈন্য কেবলমাত্র উড়ানোর প্রশিক্ষণ শুরু করেছিল।’
ঘাসান মামুন বলেন, ‘এই প্রশিক্ষণের বিভিন্ন ধাপ রয়েছে এবং তা সঠিকভাবে শেষ করতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। তবে, আমাদের সৈন্যরা সময়ের অভাবে সবগুলো ধাপ সম্পন্ন করতে পারেননি। যার ফলে একজন দক্ষ পাইলট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি তাঁরা আয়ত্ত করতে পারেননি। ফলে এই মুহূর্তে আমাদের বাহিনীতে এমন কোনো লোক নেই যারা ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও ডর্নিয়ার ওড়ানোর লাইসেন্সপ্রাপ্ত বা সম্পূর্ণরূপে ওড়াতে সক্ষম।’
এ বিষয়ে মালদ্বীপের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনপন্থী নেতা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ১০ মে এর মধ্যে দ্বীপরাষ্ট্রের তিন বিমান ঘাঁটি পরিচালনাকারী সকল ভারতীয় সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে জোর দেওয়ার পরেই দুই দেশের মধ্যে সম্পর্ক গুরুতর চাপের মধ্যে পড়ে। যার ফলে ভারত এরই মধ্যে ৭৬ জন সেনা সদস্যকে প্রত্যাহার করেছে। তবে মালদ্বীপ সরকারের সামরিক হাসপাতালের ডাক্তারদের ভারত থেকে অপসারণের কোনো ইচ্ছা নেই বলে সংবাদ প্রকাশ করে তারা।
এখন পর্যন্ত প্রশিক্ষণ সম্পূর্ণ করতে ব্যর্থ হওয়ার পরও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মূসা জমির গত শনিবার বলেছেন, ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার চুক্তিতে স্থানীয় পাইলটদের প্রশিক্ষণের বিধানও অন্তর্ভুক্ত।
ভারতের দেওয়া তিনটি বিমান পরিচালনা করার মতো যোগ্য পাইলট মালদ্বীপের সামরিক বাহিনীতে নেই বলে মন্তব্য করেছেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্দেশনার পর ভারতীয় সেনাদের দ্বীপ রাষ্ট্রটি ছেড়ে যাওয়ার কয়েক দিন পর গত শনিবার এক সংবাদ সম্মেলনে ঘাসান মামুন এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও আবদুল্লাহ ইয়ামিনের সরকারের সময় দেওয়া হেলিকপ্টার ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের সরকারের সময় দেওয়া ডর্নিয়ার বিমান দিয়ে মালদ্বীপের সেনাদের প্রশিক্ষণ দেওয়াই ছিল ভারতীয় সৈন্যদের মালদ্বীপে আসার মূল কারণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঘাসান মামুন বলেন, ‘মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে (এমএনডিএফ) এমন কোনো সেনা নেই যারা ভারতীয় সেনাবাহিনীর দেওয়া বিমান চালাতে সক্ষম। কেননা, কিছু সৈন্য কেবলমাত্র উড়ানোর প্রশিক্ষণ শুরু করেছিল।’
ঘাসান মামুন বলেন, ‘এই প্রশিক্ষণের বিভিন্ন ধাপ রয়েছে এবং তা সঠিকভাবে শেষ করতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। তবে, আমাদের সৈন্যরা সময়ের অভাবে সবগুলো ধাপ সম্পন্ন করতে পারেননি। যার ফলে একজন দক্ষ পাইলট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি তাঁরা আয়ত্ত করতে পারেননি। ফলে এই মুহূর্তে আমাদের বাহিনীতে এমন কোনো লোক নেই যারা ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও ডর্নিয়ার ওড়ানোর লাইসেন্সপ্রাপ্ত বা সম্পূর্ণরূপে ওড়াতে সক্ষম।’
এ বিষয়ে মালদ্বীপের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনপন্থী নেতা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ১০ মে এর মধ্যে দ্বীপরাষ্ট্রের তিন বিমান ঘাঁটি পরিচালনাকারী সকল ভারতীয় সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে জোর দেওয়ার পরেই দুই দেশের মধ্যে সম্পর্ক গুরুতর চাপের মধ্যে পড়ে। যার ফলে ভারত এরই মধ্যে ৭৬ জন সেনা সদস্যকে প্রত্যাহার করেছে। তবে মালদ্বীপ সরকারের সামরিক হাসপাতালের ডাক্তারদের ভারত থেকে অপসারণের কোনো ইচ্ছা নেই বলে সংবাদ প্রকাশ করে তারা।
এখন পর্যন্ত প্রশিক্ষণ সম্পূর্ণ করতে ব্যর্থ হওয়ার পরও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মূসা জমির গত শনিবার বলেছেন, ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার চুক্তিতে স্থানীয় পাইলটদের প্রশিক্ষণের বিধানও অন্তর্ভুক্ত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৬ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৬ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৬ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৬ ঘণ্টা আগে