কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করে জেলে গেলেন দক্ষিণের কবি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৯: ৩১

একটি কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করার জন্য ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত।

আজ সোমবার প্রদান করা ওই রায়ের বিষয়ে বিবিসি জানিয়েছে, লি ইউন-সিওপ ২০১৬ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি লেখায় দুই কোরিয়াকে একীকরণ করার পক্ষে কথা বলেছেন।

তিনি লিখেছেন, দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হলে মানুষ বিনা মূল্যে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।

দক্ষিণ কোরিয়ায় জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করা নিষিদ্ধ—এমন একটি আইনের অধীনে ইউন-সিওপকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 ‘মিনস অফ ইউনিফিকেশন’ শিরোনামের ওই কবিতায় ইউন-সিওপ আরও যুক্তি দেন, অখণ্ড কোরিয়ায় আত্মহত্যার প্রবণতা এবং মানুষের ঋণের প্রয়োজনীয়তা কমবে। কবিতাটি ২০১৬ সালের নভেম্বরে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতার বিজয়ী হয়েছিল।

দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউন-সিওপ এ ধরনের উত্তর কোরিয়া প্রীতির জন্য অতীতে ১০ মাস জেলে ছিলেন।

২০১৩ সালে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রশংসা করে অনলাইনে মন্তব্য পোস্ট করেছিলেন এবং পরবর্তী বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বিষয় পোস্ট করেছেন।

আজ সোমবার দক্ষিণ কোরিয়ার আদালতে ইউন-সিওপের বিরুদ্ধে রায়ে বলা হয়েছে—উত্তরকে মহিমান্বিত এবং প্রশংসা করে প্রচার চালাচ্ছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত