আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

অনলাইন ডেস্ক
Thumbnail image

আফগানিস্তানে বন্ধুকধারীদের গুলিতে তিন স্প্যানিশ পর্যটক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ স্প্যানিশ পর্যটক ও তিন আফগান আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। 

মধ্য আফগানিস্তানের বামিয়ান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

তিন বছর আগে ক্ষমতায় ফেরার পর তালেবান শাসনামলে গতকাল শুক্রবারের এই হামলা সবচেয়ে ভয়াবহ ছিলে বলে গণ্য করা হচ্ছে। 

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেছেন, গতকাল শুক্রবারের (১৭ মে) এ হামলার ঘটনায় চার স্প্যানিশ পর্যটকের পাশাপাশি তিন আফগানও আহত হয়েছেন। ইতিমধ্যে, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে স্পেনের পররাষ্ট্রে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক থাকতে পারেন। 

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তালেবান সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার ঘোষণার কথাও বলা হয় কানির বিবৃতিতে। 

শুক্রবারের হামলায় নিহত তিন বিদেশি পর্যটক স্প্যানিশ নাগরিক বলে জানিয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এ ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী পেঁদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘এই ঘটনায় আমি শোকাহত। নিহতের বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

আফগানিস্তানের বামিয়ান পার্বত্য অঞ্চল দেশটির শীর্ষ পর্যটন কেন্দ্র। এখানেই অবস্থিত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত বিশালাকৃতির দুটি বৌদ্ধমূর্তি। যা ২০০১ সালে তৎকালীন তালেবান সরকার ধ্বংস করে। তবে মূর্তি দুটির ধ্বংসস্তূপ দেখতে এখনো আসেন ভ্রমণপিপাসুরা।

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার পর দেশটিতে পুনরায় ক্ষমতায় বসে তালেবান। নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতিতে এরপর থেকেই পর্যটন ফেরানোর উদ্যোগ নিয়েছেন তালেবান সরকার। সংখ্যায় কম হলেও প্রতিবছর দেশটিতে পর্যটক আসতে শুরু করেছে। 

শুক্রবার এক বিবৃতিতে বামিয়ানে হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনায় হতাহত ও তাঁদের পরিবার-প্রিয়জনের সঙ্গে আমরাও সমব্যথী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত