ভারত ও নেপালে ভারী বৃষ্টির প্রভাবে দুই শতাধিক প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ২৩: ০১

ভারত ও নেপালে গত কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ও ভারতের দুই রাজ্যে (উত্তরাখন্ড ও কেরালা) বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০১ জনের মৃত্যু হয়েছে। 

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার পর্যন্ত নেপালে নতুন করে ২৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। 

ভারতের উত্তরাখন্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার সিএনএনকে বলেছেন, ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখন্ডে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজ্যের নৈনিতাল জেলায়। উত্তরাখন্ডে এরই মধ্যে উদ্ধার কাজ প্রায় শেষ হয়েছে। তবে পর্বতারোহীদের উদ্ধারে চেষ্টা চলছে। সেখানে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র পোখারেল সিএনএনকে বলেছেন, উদ্ধার কাজ চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইলাম জেলা। শুধু ইলামেই প্রাণ গেছে ৩৬ জনের। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের আবহাওয়া বিভাগ বলেছে, 'আগামীকাল শুক্রবারও বৃষ্টি এবং তুষারপাত প্রবল থাকবে।'    

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত