অনলাইন ডেস্ক
মহাকাশে টানা ১৮৩ দিন অতিবাহিত করার পর পৃথিবীতে অবতরণ করেছেন ৩ চীনা নভোচারী। স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে তাঁদের বহনকারী স্পেস ক্যাপসুল সফলভাবে অবতরণ করে। এই অবতরণের মধ্য দিয়ে চীনের ইতিহাসে এখন পর্যন্ত দেশটির দীর্ঘতম ক্রুযুক্ত মহাকাশ অভিযানের সমাপ্তি ঘটল। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিসিটিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
দুই পুরুষ ও একজন নারীর সমন্বয়ে গঠিত এই মহাকাশচারী দলের সদস্যরা হলেন যথাক্রমে: ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তাঁরা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কোর মডিউল তিয়ানহেতে ছয় মাস কাটানোর পর ছোট একটি মহাকাশ ক্যাপসুলে করে নিরাপদে অবতরণ করেন।
মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে চীনকে বাধা দেওয়ার পর থেকেই চীন গত ১০ বছর ধরেই নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগং নির্মাণের প্রযুক্তির উন্নয়নে ব্যয় করেছে। দেশটির লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে তারা মহাকাশ শক্তিতে পরিণত হবে এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পাল্লা দেবে। দেশটি এরই মধ্যে মঙ্গল গ্রহে নিজেদের একটি যান পাঠিয়েছে, চাঁদেও মহাকাশ যান পাঠিয়েছে।
উল্লেখ্য, চীনের তিয়ানহে মহাকাশ স্টেশনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যতীত একমাত্র মহাকাশ স্টেশন।
মহাকাশে টানা ১৮৩ দিন অতিবাহিত করার পর পৃথিবীতে অবতরণ করেছেন ৩ চীনা নভোচারী। স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে তাঁদের বহনকারী স্পেস ক্যাপসুল সফলভাবে অবতরণ করে। এই অবতরণের মধ্য দিয়ে চীনের ইতিহাসে এখন পর্যন্ত দেশটির দীর্ঘতম ক্রুযুক্ত মহাকাশ অভিযানের সমাপ্তি ঘটল। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিসিটিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
দুই পুরুষ ও একজন নারীর সমন্বয়ে গঠিত এই মহাকাশচারী দলের সদস্যরা হলেন যথাক্রমে: ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তাঁরা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কোর মডিউল তিয়ানহেতে ছয় মাস কাটানোর পর ছোট একটি মহাকাশ ক্যাপসুলে করে নিরাপদে অবতরণ করেন।
মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে চীনকে বাধা দেওয়ার পর থেকেই চীন গত ১০ বছর ধরেই নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগং নির্মাণের প্রযুক্তির উন্নয়নে ব্যয় করেছে। দেশটির লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে তারা মহাকাশ শক্তিতে পরিণত হবে এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পাল্লা দেবে। দেশটি এরই মধ্যে মঙ্গল গ্রহে নিজেদের একটি যান পাঠিয়েছে, চাঁদেও মহাকাশ যান পাঠিয়েছে।
উল্লেখ্য, চীনের তিয়ানহে মহাকাশ স্টেশনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যতীত একমাত্র মহাকাশ স্টেশন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে