ইউক্রেনে স্থায়ী শান্তি ফেরাতে একটি ‘বিজয় পরিকল্পনার’ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রাত্যহিক ভাষণে এ কথা জানান তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন তথা গোটা ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তির কোনো বিকল্প থাকতে পারে না। অনেক আলোচনার পর বিস্তারিত রূপরেখা প্রস্তুত হয়েছে। এখন পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে এই পরিকল্পনার বিস্তারিত জানাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বুধবার রাতের ভাষণে তিনি বলেন, অনেক আলোচনার পর শান্তি পরিকল্পনার বিস্তারিত রূপরেখা প্রস্তুত হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং হামলা চালানোর জন্য রাশিয়ার জবাবদিহির দাবি জানায় কিয়েভ। চলতি বছর রাশিয়ার অংশগ্রহণসহ আরেকটি শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে। আগামী নভেম্বরেই এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন জেলেনস্কি।
প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো কিছু জানাননি। তবে তাঁর দেশ প্রায় আড়াই বছরের যুদ্ধ অবসানে কোন কোন পূর্বশর্ত মেনে নিতে প্রস্তুত, এসব বিষয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকতে পারে।
নিউইয়র্ক সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। তবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইউক্রেনে স্থায়ী শান্তি ফেরাতে একটি ‘বিজয় পরিকল্পনার’ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রাত্যহিক ভাষণে এ কথা জানান তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন তথা গোটা ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তির কোনো বিকল্প থাকতে পারে না। অনেক আলোচনার পর বিস্তারিত রূপরেখা প্রস্তুত হয়েছে। এখন পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে এই পরিকল্পনার বিস্তারিত জানাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বুধবার রাতের ভাষণে তিনি বলেন, অনেক আলোচনার পর শান্তি পরিকল্পনার বিস্তারিত রূপরেখা প্রস্তুত হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং হামলা চালানোর জন্য রাশিয়ার জবাবদিহির দাবি জানায় কিয়েভ। চলতি বছর রাশিয়ার অংশগ্রহণসহ আরেকটি শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে। আগামী নভেম্বরেই এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন জেলেনস্কি।
প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো কিছু জানাননি। তবে তাঁর দেশ প্রায় আড়াই বছরের যুদ্ধ অবসানে কোন কোন পূর্বশর্ত মেনে নিতে প্রস্তুত, এসব বিষয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকতে পারে।
নিউইয়র্ক সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। তবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
৬ ঘণ্টা আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৮ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
১২ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
১৩ ঘণ্টা আগে