Ajker Patrika

মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়া: মুখপাত্র 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৬: ০২
মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়া: মুখপাত্র 

ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়ার অবস্থান ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইসলামভীতিকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন তিনি।

জাখারোভাকে উদ্ধৃত করে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু বলেছে, ইসলামভীতি মোকাবিলায় মুসলিম দেশগুলো ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) দৃষ্টিভঙ্গির সঙ্গে সংহতি প্রকাশ করছে রাশিয়া। 

তিনি বলেন, ‘আমরা ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে। শুধু ব্যক্তিভেদে নয়, বিশ্বাসীদের সমষ্টিগত অধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে দাঁড়িয়েছি আমরা।’ 

প্রতিবছর ১৫ মার্চ ‘আন্তর্জাতিক ইসলামভীতি মোকাবিলা দিবস’ হিসেবে পালিত হয়। এই দিবস সামনে রেখে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইসলামভীতি মোকাবিলায় কর্মসূচি’ শিরোনামে মুসলিম দেশগুলোর খসড়া প্রস্তাবের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিশ্রুতি দেন জাখারোভা।

তিনি বলেন, এই প্রস্তাবে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের নীতি অংশ হিসেবে ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা বলা হয়েছে। এ ধরনের ধর্মীয় অসহিষ্ণুতা মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূতকে এখতিয়ার দেওয়ার বিধান রয়েছে প্রস্তাবটিতে। রাশিয়া এই খসড়া প্রস্তাবের সহপৃষ্ঠপোষক বলে জানান জাখারোভা।

গত সপ্তাহে ইউরোপে ইসলামভীতির সমালোচনা করে জাখারোভা বলেন, কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির অধিবেশনে ইসলামভীতির চর্চা ‘নজিরবিহীন মাত্রায়’ পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত