নিলামে উঠবে স্তালিনের বাড়ি

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ার রাজধানী মস্কো থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে মেতিতসা আরবান ডিস্ট্রিক্টের অবস্থান। এই এলাকায়ই রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের একনায়ক শাসক জোসেফ স্তালিনের একটি বাড়ি। লিপকি-আলেক্সিয়েভস্কি নামের ওই বাড়িটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে রাশিয়ান হাউজিং ডেভেলপমেন্ট ফার্ম।

আজ শনিবার রাশিয়ান হাউজিং ডেভেলপমেন্ট ফার্মের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের ৩ নভেম্বর স্তালিনের বাড়ির নিলাম অনুষ্ঠিত হবে।

রুশ সংবাদ এজেন্সি আরআইএ নভোস্তির তথ্যমতে, বাড়িটির নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪৪ কোটি ৭০ লাখ টাকারও বেশি। নিলামের ডাক শুরু হবে এখান থেকেই। সবচেয়ে বেশি দাম হাঁকানো ব্যক্তি বাড়িটি কিনে নেবেন। নিলামের বিজয়ীকে সম্পত্তিটির সংরক্ষণে কাজ করতে হবে এবং বাড়িটির ব্যবহারের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।

লিজ হিসেবে ৩৮.৪ হেক্টর জমিসহ বাড়িটি গড়ে উঠেছে। ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহাসিক এই বাড়িটির প্রথম মালিক ছিলেন মস্কোর এক সময়ের মেয়র আলেক্সান্ডার অ্যালেক্সিয়েভ। পরে এটি স্তালিনের মালিকানায় চলে আসে।

স্ত্রীর মৃত্যুর পর ১৯৩২ সালে ওই বাড়িটিতে বসবাস শুরু করেছিলেন স্তালিন। এখানে দুই বছর থাকার পর তিনি অন্য বাড়িতে চলে যান।

 ১৯৮৯ সালে শিশুদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বাড়িটি ব্যবহার করা হয়। পরে ২০০৪ সালে সংস্কারের জন্য বাড়িটির কার্যক্রম বন্ধ করে হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত