অনলাইন ডেস্ক
স্নায়ুযুদ্ধের সময় হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় গণবিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত ইউনিয়নের ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভ্লাদিভস্তকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাধারণ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পুতিন।
১৯৫৬ সালে বুদাপেস্ট ও ১৯৬৮ সালে প্রাগে বিদ্রোহ দমনে মস্কোর ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কারণে রাশিয়া সম্পর্কে যে ঔপনিবেশিক শক্তি হিসেবে ধারণা তৈরি হয়েছিল তা নিয়ে জিজ্ঞেস করলে জবাবে পুতিন বলেন, এটা একটা ভুল ছিল। পররাষ্ট্রনীতি অনুসারে, অন্যের স্বার্থে আঘাত করে এমন কোনো কিছু করা ঠিক নয়।
যদিও রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে ১০ হাজারের মতো সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করেছে। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছে রাশিয়া।
পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মতোই ভুল করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের কোনো বন্ধু নেই, শুধু স্বার্থ আছে।
১৯৫৬ সালে সোভিয়েত ট্যাংক ও সৈন্য ব্যবহার করে হাঙ্গেরির বিদ্রোহ দমন করা হয়েছিল। এ সংঘাতে অন্তত ২ হাজার ৬০০ হাঙ্গেরীয় ও ৬০০ সোভিয়েত সৈন্য নিহত হয়।
১৯৬৮ সালে সোভিয়েত নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট বাহিনী সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চেকস্লোভাকিয়ায় অভিযান চালিয়ে প্রাগ বসন্তের সমাপ্তি ঘটায়। চেক ঐতিহাসিকদের মতে, এ অভিযানে প্রায় ১৩৭ জন চেক ও স্লোভাক নিহত হন।
স্নায়ুযুদ্ধের সময় হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় গণবিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত ইউনিয়নের ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভ্লাদিভস্তকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাধারণ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পুতিন।
১৯৫৬ সালে বুদাপেস্ট ও ১৯৬৮ সালে প্রাগে বিদ্রোহ দমনে মস্কোর ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কারণে রাশিয়া সম্পর্কে যে ঔপনিবেশিক শক্তি হিসেবে ধারণা তৈরি হয়েছিল তা নিয়ে জিজ্ঞেস করলে জবাবে পুতিন বলেন, এটা একটা ভুল ছিল। পররাষ্ট্রনীতি অনুসারে, অন্যের স্বার্থে আঘাত করে এমন কোনো কিছু করা ঠিক নয়।
যদিও রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে ১০ হাজারের মতো সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করেছে। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছে রাশিয়া।
পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মতোই ভুল করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের কোনো বন্ধু নেই, শুধু স্বার্থ আছে।
১৯৫৬ সালে সোভিয়েত ট্যাংক ও সৈন্য ব্যবহার করে হাঙ্গেরির বিদ্রোহ দমন করা হয়েছিল। এ সংঘাতে অন্তত ২ হাজার ৬০০ হাঙ্গেরীয় ও ৬০০ সোভিয়েত সৈন্য নিহত হয়।
১৯৬৮ সালে সোভিয়েত নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট বাহিনী সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চেকস্লোভাকিয়ায় অভিযান চালিয়ে প্রাগ বসন্তের সমাপ্তি ঘটায়। চেক ঐতিহাসিকদের মতে, এ অভিযানে প্রায় ১৩৭ জন চেক ও স্লোভাক নিহত হন।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগৃহীত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশি কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের জেলেদের সঙ্গে কঠোর আচরণ করছে। এমন আক্ষেপই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলে সম্প্রদায়। তাদের বক্তব্য, আগে শেখ হাসিনা সরকারের আমলে পশ্চিমবঙ্গের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে তাদের ফেরত পাঠানো হতো, কিন্তু এখন তাদের আটক করা
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ম্যাডিসনে ব্যালট চুরির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে। ল্যারি স্যাভেজ নামের সেই নেতা রিপাবলিকান পার্টির হয়ে মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ার প্রস্তুতি
৫ ঘণ্টা আগেকানাডা সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর ষড়যন্ত্রের পেছনে রয়েছেন। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
৭ ঘণ্টা আগে