অনলাইন ডেস্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল ইরমগার্ড ফুরচনার বিরুদ্ধে। মঙ্গলবার একটি জার্মান আদালত নির্দোষ হিসেবে ৯৯ বছর বয়সী ওই নারীর একটি আপিল প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি বাহিনীর স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের এসএস কমান্ডারের সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির লাইপজিগে অবস্থিত ফেডারেল আদালতের রায়ই চূড়ান্ত। এর আগে ২০২২ সালে জার্মানির একটি রাজ্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে গত মাসে ফুরচনারের আইনজীবীরা সন্দেহ প্রকাশ করেন—তিনি সত্যিই ক্যাম্পের কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা সংঘটিত অপরাধের সঙ্গী ছিলেন কি-না এবং স্টুথফে কী ঘটছিল সেই সম্পর্কে তিনি সচেতন ছিলেন কি-না।
জানা যায়, কিশোরী অবস্থায় টাইপিস্ট হিসেবে স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পে গিয়েছিলেন ফুরচনার। সেখানে তিনি ১৯৪৩ থেকে ১৯৪৫ পর্যন্ত কাজ করেন। নাৎসি বাহিনীর সঙ্গী হিসেবে যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়া কয়েকজন নারীর মধ্যে তিনি অন্যতম। ২০২২ সালের ডিসেম্বরে উত্তর জার্মানির ইটজেহোতে একটি রাজ্য আদালত বিচারে তাকে দুই বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। স্টুথফ ক্যাম্পে ফুরচনার একজন বেসামরিক কর্মী হিসেবে থাকলেও বিচারক মত দিয়েছিলেন, তিনি বন্দী শিবিরে কী ঘটছে সে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন।
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পে প্রায় ৬৫ হাজার বন্দীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। নিহত বন্দীদের মধ্যে ছিলেন ইহুদি, পোল্যান্ডের অ-ইহুদি বাসিন্দা এবং বন্দী সোভিয়েত সেনারা। যেহেতু ফুরচনার তখন ১৮ বা ১৯ বছর বয়সী ছিলেন, তাই তাকে কিশোর আদালতে বিচার করা হয়েছিল।
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পটি ছিল বর্তমান পোল্যান্ডের গডানস্কে। এই ক্যাম্পে বন্দীদের নানা নির্মম পদ্ধতিতে হত্যা করা হয়েছিল। এর মধ্যে ১৯৪৪ সালের জুন মাসে কয়েক হাজার বন্দীকে গ্যাস চেম্বারে হত্যা করা হয়।
২০২২ সালে জার্মানির উত্তরাঞ্চলীয় রাজ্য শ্লেসউইগ-হলস্টেইনের ইটজেহো জেলা আদালতে ফুরচনারের বিচার হয়। সেই সময়ে বন্দী শিবিরে বেঁচে থাকা কয়েকজন ফুরচনারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে কয়েকজন অবশ্য বিচার চলাকালীন মারা গেছেন।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ফুরচনারের বিচার শুরু হলে তিনি জার্মানিতে তার নার্সিংহোম থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাঁকে হামবুর্গের একটি রাস্তায় আটক করে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফুরচনার শ্লেসউইগ-হলস্টেইন প্রদেশে চলে এসেছিলেন এবং একজন টাইপিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
বিচার শুরু হওয়ার পর আদালতে টানা ৪০ দিন সম্পূর্ণ নীরব ছিলেন ফুরচনার। তার আইনজীবী যুক্তি দিয়েছিলেন—নীরব থাকা তার মক্কেলের অধিকার।
শেষ পর্যন্ত ফুরচনার নীরবতা ভেঙে বলেছিলেন, ‘যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি সেই সময়ে স্টুথফে থাকার জন্য দুঃখিত। আমার এতটুকুই বলার ছিল।’
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের কমান্ডার পল ওয়ার্নার হোপকে দোষী সাব্যস্ত করে ১৯৫৫ সালেই কারাগারে পাঠানো হয়েছিল। পাঁচ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল ইরমগার্ড ফুরচনার বিরুদ্ধে। মঙ্গলবার একটি জার্মান আদালত নির্দোষ হিসেবে ৯৯ বছর বয়সী ওই নারীর একটি আপিল প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি বাহিনীর স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের এসএস কমান্ডারের সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির লাইপজিগে অবস্থিত ফেডারেল আদালতের রায়ই চূড়ান্ত। এর আগে ২০২২ সালে জার্মানির একটি রাজ্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে গত মাসে ফুরচনারের আইনজীবীরা সন্দেহ প্রকাশ করেন—তিনি সত্যিই ক্যাম্পের কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা সংঘটিত অপরাধের সঙ্গী ছিলেন কি-না এবং স্টুথফে কী ঘটছিল সেই সম্পর্কে তিনি সচেতন ছিলেন কি-না।
জানা যায়, কিশোরী অবস্থায় টাইপিস্ট হিসেবে স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পে গিয়েছিলেন ফুরচনার। সেখানে তিনি ১৯৪৩ থেকে ১৯৪৫ পর্যন্ত কাজ করেন। নাৎসি বাহিনীর সঙ্গী হিসেবে যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়া কয়েকজন নারীর মধ্যে তিনি অন্যতম। ২০২২ সালের ডিসেম্বরে উত্তর জার্মানির ইটজেহোতে একটি রাজ্য আদালত বিচারে তাকে দুই বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। স্টুথফ ক্যাম্পে ফুরচনার একজন বেসামরিক কর্মী হিসেবে থাকলেও বিচারক মত দিয়েছিলেন, তিনি বন্দী শিবিরে কী ঘটছে সে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন।
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পে প্রায় ৬৫ হাজার বন্দীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। নিহত বন্দীদের মধ্যে ছিলেন ইহুদি, পোল্যান্ডের অ-ইহুদি বাসিন্দা এবং বন্দী সোভিয়েত সেনারা। যেহেতু ফুরচনার তখন ১৮ বা ১৯ বছর বয়সী ছিলেন, তাই তাকে কিশোর আদালতে বিচার করা হয়েছিল।
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পটি ছিল বর্তমান পোল্যান্ডের গডানস্কে। এই ক্যাম্পে বন্দীদের নানা নির্মম পদ্ধতিতে হত্যা করা হয়েছিল। এর মধ্যে ১৯৪৪ সালের জুন মাসে কয়েক হাজার বন্দীকে গ্যাস চেম্বারে হত্যা করা হয়।
২০২২ সালে জার্মানির উত্তরাঞ্চলীয় রাজ্য শ্লেসউইগ-হলস্টেইনের ইটজেহো জেলা আদালতে ফুরচনারের বিচার হয়। সেই সময়ে বন্দী শিবিরে বেঁচে থাকা কয়েকজন ফুরচনারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে কয়েকজন অবশ্য বিচার চলাকালীন মারা গেছেন।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ফুরচনারের বিচার শুরু হলে তিনি জার্মানিতে তার নার্সিংহোম থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাঁকে হামবুর্গের একটি রাস্তায় আটক করে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফুরচনার শ্লেসউইগ-হলস্টেইন প্রদেশে চলে এসেছিলেন এবং একজন টাইপিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
বিচার শুরু হওয়ার পর আদালতে টানা ৪০ দিন সম্পূর্ণ নীরব ছিলেন ফুরচনার। তার আইনজীবী যুক্তি দিয়েছিলেন—নীরব থাকা তার মক্কেলের অধিকার।
শেষ পর্যন্ত ফুরচনার নীরবতা ভেঙে বলেছিলেন, ‘যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি সেই সময়ে স্টুথফে থাকার জন্য দুঃখিত। আমার এতটুকুই বলার ছিল।’
স্টুথফ কনসেনট্রেশন ক্যাম্পের কমান্ডার পল ওয়ার্নার হোপকে দোষী সাব্যস্ত করে ১৯৫৫ সালেই কারাগারে পাঠানো হয়েছিল। পাঁচ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগৃহীত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশি কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের জেলেদের সঙ্গে কঠোর আচরণ করছে। এমন আক্ষেপই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলে সম্প্রদায়। তাদের বক্তব্য, আগে শেখ হাসিনা সরকারের আমলে পশ্চিমবঙ্গের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে তাদের ফেরত পাঠানো হতো, কিন্তু এখন তাদের আটক করা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ম্যাডিসনে ব্যালট চুরির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে। ল্যারি স্যাভেজ নামের সেই নেতা রিপাবলিকান পার্টির হয়ে মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ার প্রস্তুতি
৪ ঘণ্টা আগেকানাডা সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর ষড়যন্ত্রের পেছনে রয়েছেন। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
৫ ঘণ্টা আগে