জন্মদিনের শুভেচ্ছায় পুতিনকে ‘জার’ বললেন দার্শনিক দুগিন

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রুশ সম্রাট ‘জারদের’ সঙ্গে তুলনা করেছেন দার্শনিক আলেকজান্দর দুগিন। প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার ক্ষমতার শীর্ষে থাকা পুতিনকে প্রথম যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের একজন দুগিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ সোমবার মধ্যরাতের একটু পর রুশ দার্শনিক—যিনি পশ্চিমা বিশ্বে পুতিনের দরবারের দার্শনিক হিসেবে খ্যাত—নিজের টেলিগ্রাম চ্যানেল প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। সেখানে তিনি লিখেন, ‘ঈশ্বর জারকে রক্ষা করুন।’ 

আলেকজান্দর দুগিন রুশভাষী অঞ্চলগুলো একত্র করে একটি বিশাল নতুন রুশ সাম্রাজ্য গড়ে তোলার পক্ষে দীর্ঘদিন ধরেই কথা বলছেন। তিনি ইউক্রেনকেও রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে অভিযোগ আছে। ইউক্রেনে রাশিয়া এরই মধ্যে সামরিক অভিযান শুরু করেছে। যা প্রায় পৌনে তিন বছর সময় ধরে চলছে। এই যুদ্ধ চলাকালে ২০২২ সালের শেষ দিকে দুগিনের মেয়ে দারিয়া দুগিনা এক সন্দেহজনক গাড়িবোমায় নিহত হন। 

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভূমিধস জয়লাভ করেন। তাঁর এই মেয়াদ শেষ হলে, বিগত ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবে তিনি। এমনকি বিগত ২০০ বছরের মধ্যে তাঁর চেয়েও বেশি কেউই রাশিয়ার ক্ষমতায় থাকেননি। এমনকি কোনো জারই তাঁর চেয়ে বেশি ক্ষমতাসীন ছিল না।

কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার আরোপিত এই যুদ্ধকে ‘সাম্রাজ্যবাদী ভূমি দখল’ বলে অভিহিত করেছে। এই সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইউক্রেনীয়। রাশিয়ার এই অভিযান ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। 

এদিকে, পুতিনের মিত্র বলে খ্যাত এবং রাশিয়ার মুসলিম প্রজাতন্ত্র চেচনিয়ার শাসক রমজান কাদিরভও পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘আজ, আমার প্রিয় বন্ধুরা, আমাদের জাতীয় নেতার জন্মদিন। এটি আমাদের পুরো পিতৃভূমির জন্য একটি উল্লেখযোগ্য দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত