Ajker Patrika

নিজেকে রক্ষায় বেসামরিক লোক হত্যার অধিকার ইসরায়েলের আছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১: ০৮
নিজেকে রক্ষায় বেসামরিক লোক হত্যার অধিকার ইসরায়েলের আছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক মনে করেন, নিজেকে রক্ষায় ‘যেখানে সন্ত্রাসীরা বসবাস করে’ সেখানে বোমা মেরে বেসামরিক নাগরিকদের হত্যার অধিকার ইসরায়েলের আছে। কারণ, সন্ত্রাসীরা সাধারণ এই বেসামরিক লোকদের অপব্যবহার করছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সম্প্রতি জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে দেওয়া ভাষণে অ্যানালেনা বেয়ারবক এ কথা বলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালায় হামাস, তার এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আত্মরক্ষার মানে কেবল সন্ত্রাসীদের আক্রমণ করা নয়, বরং তাদের সমূলে ধ্বংস করে দেওয়া।’ 

বেয়ারবক আরও বলেন, ‘যখন হামাসের সদস্যরা সামরিক সরঞ্জাম ও অন্যান্য উপাদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে, স্কুলের পেছনে লুকিয়ে থাকে, তখন বেসামরিক স্থানগুলো তাদের সুরক্ষিত থাকার মর্যাদা হারায়। কারণ সন্ত্রাসীরা সেই নিয়মগুলো লঙ্ঘন করে। আমি জাতিসংঘে স্পষ্ট করে দিয়েছি যে, যদি সন্ত্রাসীরা বেসামরিক অবস্থানের অপব্যবহার করে, তবে বেসামরিক অবস্থানগুলো এই সুরক্ষিত থাকার মর্যাদা হারাতে পারে।’ 

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিবেচনা করেছেন যে, ইসরায়েলের নিরাপত্তা বার্লিনের স্বার্থের অংশ; জার্মানিতে ক্ষমতায় যে-ই থাকুক না কেন। কারণ, এটি কোনো পক্ষপাতমূলক বিষয় নয়। একই সঙ্গে জার্মান এই মন্ত্রী বলেছেন, তাঁর দেশ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

অঞ্চলটিতে শান্তি আনতে হলে ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশেই আনতে হবে—বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে জার্মান এই মন্ত্রী বলেন, ‘একটি বিষয় পরিষ্কার, ফিলিস্তিনি প্রতিবেশীদের মধ্যে শান্তি না থাকলে ইসরায়েল স্থায়ী শান্তি উপভোগ করতে পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত