অনলাইন ডেস্ক
অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৭ ঘণ্টা আগে