বার্লিনে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২২, ২১: ১৯
আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ২৮

জার্মানির রাজধানী বার্লিনে এক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ। বার্লিনের জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই যুবক বার্লিনের পর্যটন এলাকা হিসেবে খ্যাত ওই এলাকায় ফুটপাতে দুইবার গাড়ি চালিয়ে দেন। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ ছিল। ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ওই গাড়িচালককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনই কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এখনো নিশ্চিত নন যে—দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন মৃত্যুর মুখোমুখি অবস্থানে এবং ৩ জনের অবস্থা গুরুতর। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত