অনলাইন ডেস্ক
অনুগত ভাগনার গ্রুপ নিয়ে বিদ্রোহ ঘোষণার পর দলের প্রধান প্রিগোঝিনের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছিল রুশ বাহিনী। গত বুধবার বিষয়টি ফাঁস করেছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
বৃহস্পতিবার এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে প্রিগোঝিনের বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অর্থ, সোনা, অস্ত্র, ছদ্মবেশ ধারণের সরঞ্জাম এবং বিশ্বাসঘাতকদের নির্যাতনে ব্যবহৃত যন্ত্রপাতিসহ বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অবস্থিত প্রিগোঝিনের বিলাসবহুল বাড়িটিতে রুশ বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছিল গত ২৪ জুন। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত ‘৬০ মিনিট’ নামে একটি অনুষ্ঠানে ওই বাড়ি থেকে উদ্ধার করা মালামালের ছবি এবং ফুটেজ প্রকাশ করা হয়।
এসব ছবি ও ফুটেজে দেখা গেছে, প্রিগোঝিনের বাড়ি থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বক্স। এই বক্সগুলো রাশিয়ান মুদ্রা রুবলে ভর্তি। এ ছাড়া উদ্ধার করা হয় বেশ কয়েকটি পরচুলা। প্রিগোঝিন এসব পরচুলা ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করতেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া অসংখ্য গুলিসহ বেশ কিছু ভারী অস্ত্রও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি হাতুড়িবিশেষ বস্তু। বলা হচ্ছে, বিশ্বাসঘাতকদের এই হাতুড়ি দিয়ে নির্যাতন করে মেরে ফেলতেন প্রিগোঝিন।
বেশ কয়েকটি পাসপোর্টও উদ্ধার হয়েছে, যেগুলোতে প্রিগোঝিনের ছবি দেখা গেলেও ছিল ভিন্ন ভিন্ন নামে। বেশ কিছু মেডেল লাগানো একটি সামরিক পোশাকের পাশে একটি পতাকাও দেখা গেছে। পতাকাটিতে রুশ ভাষায় লেখা রয়েছে-'রক্ত'।
রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, প্রিগোঝিনের বাড়ি থেকে উদ্ধার করা নগদ অর্থের পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন রুবল বা ৬৬ লাখ ডলার। ছিল কয়েকটি সোনার বারও।
তবে, সম্প্রতি প্রিগোঝিন দাবি করেছিলেন, তাঁর বাড়ি থেকে অন্তত ১০ কোটি ডলার নিয়ে গেছে রুশ বাহিনী। রাশিয়ান মুদ্রায় যা প্রায় হাজার কোটি রুবল। এসব অর্থ ভাগনার যোদ্ধাদের বেতন হিসেবে দেওয়া হতো বলেও জানান তিনি।
জানা গেছে, মঙ্গলবার অস্ত্র ও অর্থ উদ্ধারের জন্য বেলারুশ থেকে রাশিয়ায় ফিরে গেছেন প্রিগোঝিন।
পশ্চিমা গণমাধ্যমগুলো মনে করছে—রুশ জনগণের মধ্যে প্রিগোঝিনের জনপ্রিয়তা কমাতেই তাঁর বাড়ি থেকে উদ্ধার করা মালামালের ছবি ও ভিডিও ফাঁস করেছে কর্তৃপক্ষ। প্রিগোঝিনের বিদ্রোহ চেষ্টার তদন্ত চলমান আছে বলেও জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
অনুগত ভাগনার গ্রুপ নিয়ে বিদ্রোহ ঘোষণার পর দলের প্রধান প্রিগোঝিনের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছিল রুশ বাহিনী। গত বুধবার বিষয়টি ফাঁস করেছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
বৃহস্পতিবার এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে প্রিগোঝিনের বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অর্থ, সোনা, অস্ত্র, ছদ্মবেশ ধারণের সরঞ্জাম এবং বিশ্বাসঘাতকদের নির্যাতনে ব্যবহৃত যন্ত্রপাতিসহ বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অবস্থিত প্রিগোঝিনের বিলাসবহুল বাড়িটিতে রুশ বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছিল গত ২৪ জুন। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত ‘৬০ মিনিট’ নামে একটি অনুষ্ঠানে ওই বাড়ি থেকে উদ্ধার করা মালামালের ছবি এবং ফুটেজ প্রকাশ করা হয়।
এসব ছবি ও ফুটেজে দেখা গেছে, প্রিগোঝিনের বাড়ি থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বক্স। এই বক্সগুলো রাশিয়ান মুদ্রা রুবলে ভর্তি। এ ছাড়া উদ্ধার করা হয় বেশ কয়েকটি পরচুলা। প্রিগোঝিন এসব পরচুলা ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করতেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া অসংখ্য গুলিসহ বেশ কিছু ভারী অস্ত্রও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি হাতুড়িবিশেষ বস্তু। বলা হচ্ছে, বিশ্বাসঘাতকদের এই হাতুড়ি দিয়ে নির্যাতন করে মেরে ফেলতেন প্রিগোঝিন।
বেশ কয়েকটি পাসপোর্টও উদ্ধার হয়েছে, যেগুলোতে প্রিগোঝিনের ছবি দেখা গেলেও ছিল ভিন্ন ভিন্ন নামে। বেশ কিছু মেডেল লাগানো একটি সামরিক পোশাকের পাশে একটি পতাকাও দেখা গেছে। পতাকাটিতে রুশ ভাষায় লেখা রয়েছে-'রক্ত'।
রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, প্রিগোঝিনের বাড়ি থেকে উদ্ধার করা নগদ অর্থের পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন রুবল বা ৬৬ লাখ ডলার। ছিল কয়েকটি সোনার বারও।
তবে, সম্প্রতি প্রিগোঝিন দাবি করেছিলেন, তাঁর বাড়ি থেকে অন্তত ১০ কোটি ডলার নিয়ে গেছে রুশ বাহিনী। রাশিয়ান মুদ্রায় যা প্রায় হাজার কোটি রুবল। এসব অর্থ ভাগনার যোদ্ধাদের বেতন হিসেবে দেওয়া হতো বলেও জানান তিনি।
জানা গেছে, মঙ্গলবার অস্ত্র ও অর্থ উদ্ধারের জন্য বেলারুশ থেকে রাশিয়ায় ফিরে গেছেন প্রিগোঝিন।
পশ্চিমা গণমাধ্যমগুলো মনে করছে—রুশ জনগণের মধ্যে প্রিগোঝিনের জনপ্রিয়তা কমাতেই তাঁর বাড়ি থেকে উদ্ধার করা মালামালের ছবি ও ভিডিও ফাঁস করেছে কর্তৃপক্ষ। প্রিগোঝিনের বিদ্রোহ চেষ্টার তদন্ত চলমান আছে বলেও জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১৮ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে