ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে পরবাসে আছেন প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ম্যার্কেল। তবে ব্রিটিশ রাজতন্ত্রের অন্দরমহল নিয়ে লেখালেখি করা টম বোয়ার দাবি করেছেন, পরিবার থেকে দূরে সরে গেলেও ব্রিটেনের রানি হতে চান মেগান ম্যার্কেল। ‘র্যাবেল প্রিন্স’ নামে নতুন প্রকাশিত একটি বইয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন।
‘এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে হ্যারিকে নিয়ে যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে বসবাস শুরু করলেও আবারও ব্রিটিশ রাজপরিবারে ফিরে আসতে চান মেগান।
বোয়ার তাঁর বইয়ে ডায়ানার বড় ছেলে উইলিয়ামের স্ত্রী ক্যাট মিডলটনের সঙ্গে মেগানের প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতারও ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘মেগান যা চান, তার সবই আছে ক্যাট মিডলটনের।’
লেখক দাবি করেছেন, ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ে করে রাজপরিবারে পা রাখার পর নিজের খেয়ালখুশি মতো সব করতে চেয়েছিলেন মেগান। কিন্তু রাজকীয় পথের বাইরে সেখানে করার কিছুই নেই।
দুই বউয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বোয়ার লিখেছেন, ‘ক্যাট স্বমহিমায় উজ্জ্বল, ক্যাট সফল, ক্যাট জনপ্রিয়। আর এই সবকিছুই চান মেগান ম্যার্কেল। মেগান রানি হতে চান এবং ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রশ্নে তিনি ৫ নম্বর সিরিয়ালে থাকতে চান না।’
এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে রাজতন্ত্র ও নিজেদের গোপন কিছু বিষয় ফাঁস করার চুক্তি করেছিলেন হ্যারি ও মেগান দম্পতি। তবে টম বোয়ার মনে করেন, এমন সিদ্ধান্ত মেগান ম্যার্কেলের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। বলা যায়, ক্যাটের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গেছেন।
বোয়ার লিখেছেন, মেগান ম্যার্কেল কখনোই ক্যাট মিডলটনকে টপকে যেতে পারেননি। তিনি যতই চেষ্টা করেছেন, ততই তাঁর অবস্থান দুর্বল হয়েছে।
এদিকে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন হ্যারি ও মেগান দম্পতির সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নন বলে জানা গেছে। কেট মিডলটনের এক বন্ধু দ্য পিপলকে বলেছেন, ‘তিনি (ক্যাট) এবং প্রিন্স উইলিয়াম এগিয়ে গেছেন। সামনের দিকে কী হবে সেদিকেই তাঁর মনোযোগ। তাঁরা পেছনে ফিরে তাকাচ্ছেন না।’
ব্রিটিশ রাজতন্ত্রের বিশেষজ্ঞ ইনগ্রিড সেওয়ার্ডের তথ্য অনুযায়ী, হ্যারি ও মেগান দম্পতি ২০২৪ সালে রাজা চার্লসের সঙ্গে আবারও মিলিত হতে চান। এ বিষয়ে মিসেস সেওয়ার্ড বলেন, ‘অবশ্যই রাজা চার্লস তাঁর ছেলে এবং নাতি-নাতনিদের দেখতে চান। গত গ্রীষ্মে তিনি তাদের বালমোরালে আমন্ত্রণ জানিয়েছিলেন।’
সেওয়ার্ড মনে করেন, বর্তমানে হ্যারি ও মেগানকে রাজা চার্লসের যতটুকু প্রয়োজন তার চেয়ে তাঁদেরই বেশি প্রয়োজন রাজাকে এবং রাজার আশীর্বাদকে।
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে পরবাসে আছেন প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ম্যার্কেল। তবে ব্রিটিশ রাজতন্ত্রের অন্দরমহল নিয়ে লেখালেখি করা টম বোয়ার দাবি করেছেন, পরিবার থেকে দূরে সরে গেলেও ব্রিটেনের রানি হতে চান মেগান ম্যার্কেল। ‘র্যাবেল প্রিন্স’ নামে নতুন প্রকাশিত একটি বইয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন।
‘এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে হ্যারিকে নিয়ে যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে বসবাস শুরু করলেও আবারও ব্রিটিশ রাজপরিবারে ফিরে আসতে চান মেগান।
বোয়ার তাঁর বইয়ে ডায়ানার বড় ছেলে উইলিয়ামের স্ত্রী ক্যাট মিডলটনের সঙ্গে মেগানের প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতারও ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘মেগান যা চান, তার সবই আছে ক্যাট মিডলটনের।’
লেখক দাবি করেছেন, ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ে করে রাজপরিবারে পা রাখার পর নিজের খেয়ালখুশি মতো সব করতে চেয়েছিলেন মেগান। কিন্তু রাজকীয় পথের বাইরে সেখানে করার কিছুই নেই।
দুই বউয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বোয়ার লিখেছেন, ‘ক্যাট স্বমহিমায় উজ্জ্বল, ক্যাট সফল, ক্যাট জনপ্রিয়। আর এই সবকিছুই চান মেগান ম্যার্কেল। মেগান রানি হতে চান এবং ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রশ্নে তিনি ৫ নম্বর সিরিয়ালে থাকতে চান না।’
এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে রাজতন্ত্র ও নিজেদের গোপন কিছু বিষয় ফাঁস করার চুক্তি করেছিলেন হ্যারি ও মেগান দম্পতি। তবে টম বোয়ার মনে করেন, এমন সিদ্ধান্ত মেগান ম্যার্কেলের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। বলা যায়, ক্যাটের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গেছেন।
বোয়ার লিখেছেন, মেগান ম্যার্কেল কখনোই ক্যাট মিডলটনকে টপকে যেতে পারেননি। তিনি যতই চেষ্টা করেছেন, ততই তাঁর অবস্থান দুর্বল হয়েছে।
এদিকে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন হ্যারি ও মেগান দম্পতির সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নন বলে জানা গেছে। কেট মিডলটনের এক বন্ধু দ্য পিপলকে বলেছেন, ‘তিনি (ক্যাট) এবং প্রিন্স উইলিয়াম এগিয়ে গেছেন। সামনের দিকে কী হবে সেদিকেই তাঁর মনোযোগ। তাঁরা পেছনে ফিরে তাকাচ্ছেন না।’
ব্রিটিশ রাজতন্ত্রের বিশেষজ্ঞ ইনগ্রিড সেওয়ার্ডের তথ্য অনুযায়ী, হ্যারি ও মেগান দম্পতি ২০২৪ সালে রাজা চার্লসের সঙ্গে আবারও মিলিত হতে চান। এ বিষয়ে মিসেস সেওয়ার্ড বলেন, ‘অবশ্যই রাজা চার্লস তাঁর ছেলে এবং নাতি-নাতনিদের দেখতে চান। গত গ্রীষ্মে তিনি তাদের বালমোরালে আমন্ত্রণ জানিয়েছিলেন।’
সেওয়ার্ড মনে করেন, বর্তমানে হ্যারি ও মেগানকে রাজা চার্লসের যতটুকু প্রয়োজন তার চেয়ে তাঁদেরই বেশি প্রয়োজন রাজাকে এবং রাজার আশীর্বাদকে।
থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
৭ ঘণ্টা আগেপেহেলাগাম হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রায় সাড়ে ছয় দশকের সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। আজ আবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি রয়েছে...
৮ ঘণ্টা আগেচলে যাও! চলে যাও! চলে যাও! টেলিগ্রাম ভিডিওতে উচ্চকিত কণ্ঠে চলছে এই স্লোগান। কখনো বা সুরে সুরে। বার্তা খুবই স্পষ্ট। আর তা হচ্ছে, ‘হামাসের সবাই হটো।’ হামাস, গাজা, ইসরায়েল, বিক্ষোভ, স্লোগান, মধ্যপ্রাচ্য, রয়টার্স, ফিলিস্তিনি,
৮ ঘণ্টা আগেরাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
৯ ঘণ্টা আগে