অনলাইন ডেস্ক
জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে বলে ‘অগ্রিম সতর্কতা’ জারি করেছে দেশটির। রাশিয়া তাদের নিজস্ব মুদ্রা রুবলে লেনদেন না করলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এমন ঘোষণা দেওয়ার পরই জার্মানির পক্ষ থেকে এই সতর্ক অবস্থান গ্রহণের ইঙ্গিত দেওয়া হলো। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক দেশটির জনগণের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হ্যাবেক বলেন যে—এই অগ্রিম সতর্কতা প্রকৃতপক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ এবং এর অর্থ হলো জার্মানিতে গ্যাস সরবরাহের ওপর নজরদারি বাড়ানো।
বুধবারের দেওয়া ঘোষণা অনুসারে, দেশটির সরকারি সংস্থা এখনো কোনো বিধিনিষেধের আওতায় পড়েনি। তবে, এ সময় হ্যাবেক দেশটির বেসরকারি প্রতিষ্ঠান ও ভোক্তাদের পরিমিত পরিমাণে গ্যাস ব্যবহারের আহ্বান জানান।
হ্যাবেকের মতে, জার্মানিতে বর্তমানে তার গ্যাস ধারণক্ষমতার ২৫ শতাংশেরও বেশি গ্যাস রয়েছে।
জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘বর্তমানে সরবরাহের কোনো ঘাটতি নেই। তবুও আমাদের রাশিয়ার যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে—রাশিয়ার বন্ধু নয় এমন দেশগুলো যদি রাশিয়ার গ্যাস কিনতে চায় তবে কেবল রুবলেই গ্যাসের দাম পরিশোধ করতে হবে নইলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে ইউরোপে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা জার্মানি পুতিনের এমন নির্দেশনাকে ‘ব্ল্যাকমেল’ বলে খারিজ করে দিয়েছে।
হ্যাবেক বলেন, ‘রুবলে লেনদেন গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই বিভক্ত হব না এবং এই বিষয়ে জি-৭ ভুক্ত দেশগুলোর অবস্থান পরিষ্কার। আমাদের মধ্যে যে চুক্তি রয়েছে তা আমরা মেনে চলব।’
জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে বলে ‘অগ্রিম সতর্কতা’ জারি করেছে দেশটির। রাশিয়া তাদের নিজস্ব মুদ্রা রুবলে লেনদেন না করলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এমন ঘোষণা দেওয়ার পরই জার্মানির পক্ষ থেকে এই সতর্ক অবস্থান গ্রহণের ইঙ্গিত দেওয়া হলো। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক দেশটির জনগণের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হ্যাবেক বলেন যে—এই অগ্রিম সতর্কতা প্রকৃতপক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ এবং এর অর্থ হলো জার্মানিতে গ্যাস সরবরাহের ওপর নজরদারি বাড়ানো।
বুধবারের দেওয়া ঘোষণা অনুসারে, দেশটির সরকারি সংস্থা এখনো কোনো বিধিনিষেধের আওতায় পড়েনি। তবে, এ সময় হ্যাবেক দেশটির বেসরকারি প্রতিষ্ঠান ও ভোক্তাদের পরিমিত পরিমাণে গ্যাস ব্যবহারের আহ্বান জানান।
হ্যাবেকের মতে, জার্মানিতে বর্তমানে তার গ্যাস ধারণক্ষমতার ২৫ শতাংশেরও বেশি গ্যাস রয়েছে।
জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘বর্তমানে সরবরাহের কোনো ঘাটতি নেই। তবুও আমাদের রাশিয়ার যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে—রাশিয়ার বন্ধু নয় এমন দেশগুলো যদি রাশিয়ার গ্যাস কিনতে চায় তবে কেবল রুবলেই গ্যাসের দাম পরিশোধ করতে হবে নইলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে ইউরোপে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা জার্মানি পুতিনের এমন নির্দেশনাকে ‘ব্ল্যাকমেল’ বলে খারিজ করে দিয়েছে।
হ্যাবেক বলেন, ‘রুবলে লেনদেন গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই বিভক্ত হব না এবং এই বিষয়ে জি-৭ ভুক্ত দেশগুলোর অবস্থান পরিষ্কার। আমাদের মধ্যে যে চুক্তি রয়েছে তা আমরা মেনে চলব।’
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২৭ মিনিট আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগে