ডয়চে ভেলে
ড্রাকুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রোমানিয়া, বিশেষ করে ট্রানসিলভেনিয়ার নাম। ২০২২ সালে প্রায় ১০ লাখ বিদেশি পর্যটক রোমানিয়ায় গিয়েছিলেন। তাঁদের ৭০ থেকে ৮০ শতাংশই ড্রাকুলাসংশ্লিষ্ট বিভিন্ন সাইট পরিদর্শন করতে দেশটিতে যান।
কিন্তু ট্রানসিলভেনিয়ায় ড্রাকুলা ছাড়াও পর্যটন আকর্ষণ করার মতো আরও দর্শনীয় বিষয় আছে। তেমনই এক জায়গা র্যাভেনস নেস্ট। এটি ট্রানসিলভেনিয়ার পাহাড়ের গহিনে লুকানো অভিজাত একটি থাকার জায়গা।
র্যাভেনস নেস্ট পরিত্যক্ত শেড, শস্যাগার আর আস্তাবল থেকে তৈরি করা হয়েছে, যেগুলো একসময় স্থানীয়রা তাদের পশু চরানোর জন্য ব্যবহার করত। রোমানিয়ান বংশোদ্ভূত ভ্রমণপ্রিয় ব্যক্তি হ্যান্স এটি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় জ্বালানি, হিট পাম্প আমরা নিজেরাই তৈরি করি। আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ আছে এখানে। কাছের এলাকা থেকে আসে খাবার।’
স্থানীয় অর্থনীতিও এ থেকে উপকৃত হচ্ছে। স্থানীয় মিস্ত্রিরা কাঠের ঘরগুলো তৈরি করেছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে ফার্নিচার তৈরি করা হয়েছে। সবচেয়ে পুরোনো বাড়িটি ১৮৯৬ সালের ৷
হ্যান্স বলেন, অনেক অর্থ ব্যয় করে বাড়িগুলো সংস্কার করা হয়েছে।
রোমানিয়া পর্যটকদের প্রিয় গন্তব্যের মধ্যে পড়ে না। তবে ‘স্লো টু রিজম’-এর সুযোগ তৈরি করে রোমানিয়া পর্যটকদের টানতে পারে।
সাসটেইনেবিলিটি, মিনিমালিজম, শান্তি এবং প্রকৃতি: এটি কি এমন এক অভিজাত কৌশল, যেটা ব্যবহার করে রোমানিয়া আরও পর্যটক আকর্ষণ করতে পারে?
অ্যাসোসিয়েশন অব রোমানিয়ান ট্রাভেল এজেন্সির আদ্রিয়ান ভোইকান বলেন, ‘এখানে এমন সব জায়গা রয়েছে, যেখানে বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা আছে। কিন্তু রোমানিয়ায় আসা ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ শুধু ড্রাকুলার জন্য আসেন। কারণ তাঁরা শুধু সে সম্পর্কেই জানেন। পর্যটনশিল্পে কাজ করা আমাদের ইংলিশ সহকর্মীরা একদিন দারুণ একটা কথা বলেছিলেন “ভয়ংকর ভ্যাম্পায়ারদের ভুলে যান!” রোমানিয়ায় পাগল প্রকৃতি আর সংস্কৃতি আছে।’
ড্রাকুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রোমানিয়া, বিশেষ করে ট্রানসিলভেনিয়ার নাম। ২০২২ সালে প্রায় ১০ লাখ বিদেশি পর্যটক রোমানিয়ায় গিয়েছিলেন। তাঁদের ৭০ থেকে ৮০ শতাংশই ড্রাকুলাসংশ্লিষ্ট বিভিন্ন সাইট পরিদর্শন করতে দেশটিতে যান।
কিন্তু ট্রানসিলভেনিয়ায় ড্রাকুলা ছাড়াও পর্যটন আকর্ষণ করার মতো আরও দর্শনীয় বিষয় আছে। তেমনই এক জায়গা র্যাভেনস নেস্ট। এটি ট্রানসিলভেনিয়ার পাহাড়ের গহিনে লুকানো অভিজাত একটি থাকার জায়গা।
র্যাভেনস নেস্ট পরিত্যক্ত শেড, শস্যাগার আর আস্তাবল থেকে তৈরি করা হয়েছে, যেগুলো একসময় স্থানীয়রা তাদের পশু চরানোর জন্য ব্যবহার করত। রোমানিয়ান বংশোদ্ভূত ভ্রমণপ্রিয় ব্যক্তি হ্যান্স এটি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় জ্বালানি, হিট পাম্প আমরা নিজেরাই তৈরি করি। আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ আছে এখানে। কাছের এলাকা থেকে আসে খাবার।’
স্থানীয় অর্থনীতিও এ থেকে উপকৃত হচ্ছে। স্থানীয় মিস্ত্রিরা কাঠের ঘরগুলো তৈরি করেছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে ফার্নিচার তৈরি করা হয়েছে। সবচেয়ে পুরোনো বাড়িটি ১৮৯৬ সালের ৷
হ্যান্স বলেন, অনেক অর্থ ব্যয় করে বাড়িগুলো সংস্কার করা হয়েছে।
রোমানিয়া পর্যটকদের প্রিয় গন্তব্যের মধ্যে পড়ে না। তবে ‘স্লো টু রিজম’-এর সুযোগ তৈরি করে রোমানিয়া পর্যটকদের টানতে পারে।
সাসটেইনেবিলিটি, মিনিমালিজম, শান্তি এবং প্রকৃতি: এটি কি এমন এক অভিজাত কৌশল, যেটা ব্যবহার করে রোমানিয়া আরও পর্যটক আকর্ষণ করতে পারে?
অ্যাসোসিয়েশন অব রোমানিয়ান ট্রাভেল এজেন্সির আদ্রিয়ান ভোইকান বলেন, ‘এখানে এমন সব জায়গা রয়েছে, যেখানে বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা আছে। কিন্তু রোমানিয়ায় আসা ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ শুধু ড্রাকুলার জন্য আসেন। কারণ তাঁরা শুধু সে সম্পর্কেই জানেন। পর্যটনশিল্পে কাজ করা আমাদের ইংলিশ সহকর্মীরা একদিন দারুণ একটা কথা বলেছিলেন “ভয়ংকর ভ্যাম্পায়ারদের ভুলে যান!” রোমানিয়ায় পাগল প্রকৃতি আর সংস্কৃতি আছে।’
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৬ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে