Ajker Patrika

হ্যারি–মেগানের ঘরে দ্বিতীয় সন্তান

আপডেট : ০৬ জুন ২০২১, ২২: ৪২
হ্যারি–মেগানের ঘরে দ্বিতীয় সন্তান

ঢাকা: দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন  ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মেগান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হ্যারি ও মেগান দম্পতির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে। 

হ্যারি ও মেগান বিবৃতিটিতে  জানিয়েছেন, মা এবং নবজাতক সুস্থ আছেন।

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান মার্কেল এক সময়ের মার্কিন অভিনেত্রী। ২০১৮ সালে এই যুগল বিয়ে করেন। ২০১৯ সালের মে মাসে এক সন্তানের জন্ম দেন মেগান। তার নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন–উইন্ডসর।

গত বছরের শুরুতে রাজপরিবারের সব ধরনের দায়িত্ব ও মর্যাদা থেকে অব্যাহতি নেন হ্যারি ও মেগান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত