যদি শান্তি চান, তবে যুদ্ধের প্রস্তুতি নিন: লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ২৩: ০৯
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১: ৩৬

সহিংসতা না চাইলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো দেশটির গ্রোডনো সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সি। 

গ্রোডনোতে গণমাধ্যমের উদ্দেশে লুকাশেঙ্কো বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি বিষয়টি অকপটেই বলছি। আপনি যদি শান্তি চান, যুদ্ধের জন্য প্রস্তুত হন।’ 

এ সময় লুকাশেঙ্কো জানান, বেলারুশ ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন সামরিক গোষ্ঠীকে যুদ্ধ প্রশিক্ষণের পাশাপাশি অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সজ্জিত করতে শুরু করেছে। 

তিনি বলেন, ‘যদি কেউ শত্রু দেশ থেকে চিৎকার করে এবং আমাদের সমালোচনা করে তবে জেনে রাখুন, আমরা সঠিক কাজটি করছি। কেবল বিপর্যয়ের পরই কেউ সেখান থেকে আমাদের প্রশংসা করতে শুরু করবে।’ 

বেলারুশের প্রেসিডেন্ট এ সময় দাবি করেন, যুদ্ধের প্রস্তুতি নিলেও তাঁর দেশ এখনো অন্য কোনো দেশের জন্য হুমকি নয়। তিনি বলেন, ‘আমাদের কাউকে হুমকি দেওয়ার দরকার নেই। আমরা অন্য কারও জমি চাই না। ঈশ্বর এভাবেই আমাদের কবুল করুন।’ 

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও লুকাশেঙ্কো ব্যক্তিগতভাবে ঘোষণা করেছিলেন—রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের জন্য ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে বেলারুশ। শুধু তাই নয়, ইউক্রেন যদি বেলারুশে আক্রমণ করে তবে তিনি যুদ্ধে যেতেও প্রস্তুত। 

ইতিপূর্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশকে কিছু কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়েছিলেন। ওই ক্ষেপণাস্ত্রগুলোকে লুকাশেঙ্কো জাতীয় সম্পদ হিসাবে উল্লেখ করেছিলেন। তবে রাশিয়া বেলারুশে কী পরিমাণ অস্ত্র পাঠিয়েছে তা এখনো অজানা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত