অনলাইন ডেস্ক
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৪ ঘণ্টা আগে