Ajker Patrika

রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুতে রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ১ হাজার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২০: ৪৬
রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুতে রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ১ হাজার

রাশিয়ায় করোনায় মৃত্যু বাড়ছে। মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) দেশটিতে করোনায় দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৯৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭০০ জনের। 

সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩২৯ জনের। ইউরোপে এটি সর্বোচ্চ। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮৪ হাজার ২৬৫ জনের। করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৫৪১ জন। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৪৪০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত