অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি ইউক্রেনকেও এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি কৌশলী চক্রান্ত।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘প্রস্তাবিত যুদ্ধবিরতি হল পূর্ব দনবাস অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অগ্রগতি রোধ করার এবং মস্কোকে আরও সৈন্য আনার অনুমতি দেওয়ার একটি কৌশল।’
গতকাল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘যুদ্ধবিরতি শুরু হবে মস্কোর স্থানীয় সময় ১২টা বা গ্রিনিচ মান সময় ৯ টা।’ রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস বা বড়দিনের সঙ্গে এ সময় মিলে যায়। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধের পর পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিরিল সংঘাতের সঙ্গে জড়িত ‘সব পক্ষকে’ অস্ত্র সংবরণ এবং বড়দিনে যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ করেছিলেন।
মস্কো এক বিবৃতিতে বলেছে, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করে। চার্চ প্রধানের অনুরোধেই সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন।
যুদ্ধবিরতি রাশিয়ার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অপারেশন—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তা স্পষ্ট নয়।
এ বিবৃতির পর বৃহস্পতিবার রাতে রুশ ভাষায় সুস্পষ্টভাবে রাশানদের সম্বোধন করে জেলেনস্কি তাঁর ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘মস্কো বারবার কিয়েভের শান্তি পরিকল্পনাকে উপেক্ষা করেছে। তারা এখন ক্রিসমাসকে একটি আবরণ হিসেবে ব্যবহার করতে চায়। দনবাসে আমাদের সেনাদের অগ্রগতি রুখে দিতে মস্কো তাদের সেনা ও গোলাবারুদ আনার পাঁয়তারা করছে।’
এতে তাদের ক্ষতি আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘পুরো বিশ্ব জানে মস্কো কীভাবে অযাচিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ রুশ সেনারা ইউক্রেন ছেড়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুতিনের যুদ্ধবিরতিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নাকচ করেছেন। তিনি বলেছেন, ‘বড়দিনে এবং নববর্ষের দিনে পুতিন হাসপাতাল ও গির্জায় বোমা হামলার জন্য প্রস্তুত ছিলেন। আমার মনে হয় তিনি এখন বাঁচার জন্য অক্সিজেন খুঁজছেন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি ইউক্রেনকেও এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি কৌশলী চক্রান্ত।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘প্রস্তাবিত যুদ্ধবিরতি হল পূর্ব দনবাস অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অগ্রগতি রোধ করার এবং মস্কোকে আরও সৈন্য আনার অনুমতি দেওয়ার একটি কৌশল।’
গতকাল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘যুদ্ধবিরতি শুরু হবে মস্কোর স্থানীয় সময় ১২টা বা গ্রিনিচ মান সময় ৯ টা।’ রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস বা বড়দিনের সঙ্গে এ সময় মিলে যায়। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধের পর পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিরিল সংঘাতের সঙ্গে জড়িত ‘সব পক্ষকে’ অস্ত্র সংবরণ এবং বড়দিনে যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ করেছিলেন।
মস্কো এক বিবৃতিতে বলেছে, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করে। চার্চ প্রধানের অনুরোধেই সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন।
যুদ্ধবিরতি রাশিয়ার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অপারেশন—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তা স্পষ্ট নয়।
এ বিবৃতির পর বৃহস্পতিবার রাতে রুশ ভাষায় সুস্পষ্টভাবে রাশানদের সম্বোধন করে জেলেনস্কি তাঁর ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘মস্কো বারবার কিয়েভের শান্তি পরিকল্পনাকে উপেক্ষা করেছে। তারা এখন ক্রিসমাসকে একটি আবরণ হিসেবে ব্যবহার করতে চায়। দনবাসে আমাদের সেনাদের অগ্রগতি রুখে দিতে মস্কো তাদের সেনা ও গোলাবারুদ আনার পাঁয়তারা করছে।’
এতে তাদের ক্ষতি আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘পুরো বিশ্ব জানে মস্কো কীভাবে অযাচিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ রুশ সেনারা ইউক্রেন ছেড়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুতিনের যুদ্ধবিরতিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নাকচ করেছেন। তিনি বলেছেন, ‘বড়দিনে এবং নববর্ষের দিনে পুতিন হাসপাতাল ও গির্জায় বোমা হামলার জন্য প্রস্তুত ছিলেন। আমার মনে হয় তিনি এখন বাঁচার জন্য অক্সিজেন খুঁজছেন।’
ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হলো—চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী।
৯ মিনিট আগেলেবাননে এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। অবশেষে, এতগুলো মানুষের প্রাণহানির পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির। ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থে
১ ঘণ্টা আগে৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১০ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
১০ ঘণ্টা আগে