অনলাইন ডেস্ক
রাশিয়ায় তথ্য পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে এক জার্মান সেনা কর্মকর্তাকে। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা জিআরইউ–এর কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়েসি ওই সেনা কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হবে জার্মানির ডুসেলডর্ফের উচ্চতর আঞ্চলিক আদালতে। দোষী প্রমাণিত হলে ওই কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ঘটনার সঙ্গে পরিচিত এক সূত্র জানিয়েছে, ডুসেলডর্ফের নিকটবর্তী এর্করাথ এলাকার বাসিন্দা ওই ব্যক্তি জার্মান সশস্ত্র বাহিনীর রিজার্ভ ফোর্সের সদস্য। তিনি বেশ কয়েক বছর ধরেই সশস্ত্র বাহিনীর ভেতরের তথ্য রাশিয়ায় পাচার করে আসছিলেন। সূত্রটি আরও জানিয়েছে, পাচার করা তথ্য ও নথিপত্রের অধিকাংশই সাধারণ তথ্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাচার করা হয়েছে।
এখনো পর্যন্ত ওই সেনা কর্মকর্তার বিষয়ে মামলার কৌঁসুলিরা ‘রাশিয়ার প্রতি সহানুভূতিশীলতার’ প্রমাণ পেয়েছেন। তবে তাঁরা এখনো কোনো আর্থিক লেনদেনের বিষয়ে জানতে পারেননি। এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত পরিচালনা করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে সন্দেহ আরও ঘনীভূত হওয়ার কারণ হলো—ওই সেনা কর্মকর্তাকে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন সময় রাশিয়ায় ডেকে নিয়েছেন অফিশিয়াল পরিদর্শনের অছিলায়।
এদিকে, আদালতের এক মুখপাত্র জানিয়েছেন—অভিযুক্ত এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের একাংশ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রাশিয়ায় তথ্য পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে এক জার্মান সেনা কর্মকর্তাকে। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা জিআরইউ–এর কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়েসি ওই সেনা কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হবে জার্মানির ডুসেলডর্ফের উচ্চতর আঞ্চলিক আদালতে। দোষী প্রমাণিত হলে ওই কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ঘটনার সঙ্গে পরিচিত এক সূত্র জানিয়েছে, ডুসেলডর্ফের নিকটবর্তী এর্করাথ এলাকার বাসিন্দা ওই ব্যক্তি জার্মান সশস্ত্র বাহিনীর রিজার্ভ ফোর্সের সদস্য। তিনি বেশ কয়েক বছর ধরেই সশস্ত্র বাহিনীর ভেতরের তথ্য রাশিয়ায় পাচার করে আসছিলেন। সূত্রটি আরও জানিয়েছে, পাচার করা তথ্য ও নথিপত্রের অধিকাংশই সাধারণ তথ্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাচার করা হয়েছে।
এখনো পর্যন্ত ওই সেনা কর্মকর্তার বিষয়ে মামলার কৌঁসুলিরা ‘রাশিয়ার প্রতি সহানুভূতিশীলতার’ প্রমাণ পেয়েছেন। তবে তাঁরা এখনো কোনো আর্থিক লেনদেনের বিষয়ে জানতে পারেননি। এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত পরিচালনা করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে সন্দেহ আরও ঘনীভূত হওয়ার কারণ হলো—ওই সেনা কর্মকর্তাকে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন সময় রাশিয়ায় ডেকে নিয়েছেন অফিশিয়াল পরিদর্শনের অছিলায়।
এদিকে, আদালতের এক মুখপাত্র জানিয়েছেন—অভিযুক্ত এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের একাংশ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৫ ঘণ্টা আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৮ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৯ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৯ ঘণ্টা আগে