Ajker Patrika

শান্তি স্থাপনের আগ্রহ নেই পুতিনের, মন্তব্য ন্যাটো মহাসচিবের

আজকের পত্রিকা ডেস্ক­
মার্ক রুটে। ছবি: সংগৃহীত
মার্ক রুটে। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে শান্তি স্থাপনের কোনো আগ্রহ নেই, এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে, তারও সমালোচনা করেন মার্ক রুটে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন নতুন করে আরও অঞ্চল দখলের চেষ্টা করছেন। কারণ, তিনি মনে করছেন, তিনি ইউক্রেনীয়দের দেশ রক্ষার সংকল্পকে গুঁড়িয়ে দিতে পারবেন।

গত মাসে দায়িত্ব নেওয়া ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন আরেকটি শীতের মধ্যে প্রবেশ করছে। অথচ রুশ আগ্রাসন প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এর উল্টোটা দেখা যাচ্ছে। পুতিন তাঁর বাগাড়ম্বর ও বেপরোয়া কর্মকাণ্ড আরও বাড়িয়ে তুলছেন।

রাশিয়া এখন ইউক্রেনকে ‘পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকেন্দ্র’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মার্ক রুটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত