রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ বুধবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন।
এর আগে গতকাল মঙ্গলবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় এক হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭৮৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩১ হাজার ৬৫৯ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৪৯৩ জন।
রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ বুধবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন।
এর আগে গতকাল মঙ্গলবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় এক হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭৮৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩১ হাজার ৬৫৯ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৪৯৩ জন।
২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
৭ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৮ ঘণ্টা আগে