Ajker Patrika

পুরোনো শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি পুতিনের আহ্বান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৫: ৪৯
পুরোনো শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি পুতিনের আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, ২০২২ সালের ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তুরস্কে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে পুতিন এ কথা বলেন। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার উদ্যোগ নেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান। 

ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানাই। তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিগুলো এখনো বাতিল হয়ে যায়নি। ইউক্রেনীয় আলোচনাকারী প্রতিনিধিদলের প্রধান এই চুক্তির শর্তগুলো অনুমোদিত হয়েছিল। যার অর্থ হলো—দৃশ্যত এই চুক্তির শর্ত ইউক্রেনের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল।’ 

এ সময় ইউক্রেনের প্রতি আলোচনায় নতুন করে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তি; ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করতে পারে।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনোই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং এখনো দেশটি এ ধরনের আলোচনায় প্রস্তুত। 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি সব সময়ই ইউক্রেন ছিল, যারা আলোচনা করতে অস্বীকার করেছিল। তা ছাড়া, তারা সরাসরি লন্ডন থেকে নির্দেশ পেয়ে সবার সামনে আলোচনায় যুক্ত হতে অস্বীকার করেছিল। এর অর্থ হলো—এটি যে ওয়াশিংটনের অনুরোধে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি ও প্রকাশ্যেই এমনটা বলে।’ 

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য উভয় পক্ষের মধ্যে একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করার লক্ষ্যে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে একটি ধারাবাহিক আলোচনায় যুক্ত হয়েছিল মস্কো ও কিয়েভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত