অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে