অনলাইন ডেস্ক
আলবেনিয়ায় নৌ–ঘাঁটি করতে চায় আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট–ন্যাটো। এ লক্ষ্যে জোটটি আলবেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নৌ–ঘাঁটিটি তৈরি করা হবে অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী বন্দর নগরী পোর্তো রোমানোতে এই ঘাঁটিটি তৈরি করা হবে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাড্রিয়াটিক সাগরের এই নির্মাণাধীন বন্দরের সঙ্গেই নৌ–ঘাঁটিটি নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা। গতকাল শুক্রবার তিনি এই তথ্য জানান।
এক সংবাদ সম্মেলনে ইদি রামা বলেন, ‘সমুদ্র তীরবর্তী শহর দুরেসের নিকটবর্তী পোর্তো রোমানোতে দেশের সবচেয়ে বড় বন্দর নির্মাণ করা হচ্ছে। সেটি একই সঙ্গে বাণিজ্যিক বন্দরের পাশাপাশি একটি সামরিক নৌ–ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হতে পারে।’
ইদি রামা জানিয়েছেন, এই নৌ–ঘাঁটি তৈরি করতে ন্যাটো অর্থ সহায়তা দিতে পারে। তিনি বলেছেন, ‘আমরা শিগগিরই ব্রাসেলসে ফিরে দুরেসে ন্যাটোর নৌ–ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা চালাব।’
এর আগে, গত মে মাসে রামা জানিয়েছিলেন, তাঁর সরকার আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের শহর পাশালিমানে নৌ–ঘাঁটি স্থাপনে ন্যাটোকে অনুরোধ জানিয়েছে। অ্যাড্রিয়াটিক এবং আয়োনিয়ান সাগরের সংযোগস্থলে অবস্থিত ও শহরটিতে ১৯৫০ এর দশকে রাশিয়াই সর্বপ্রথম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করে। পরে অবশ্য ন্যাটো আলবেনিয়ার ওই প্রস্তাব গ্রহণ করেনি।
উল্লেখ্য, আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়।
আলবেনিয়ায় নৌ–ঘাঁটি করতে চায় আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট–ন্যাটো। এ লক্ষ্যে জোটটি আলবেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নৌ–ঘাঁটিটি তৈরি করা হবে অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী বন্দর নগরী পোর্তো রোমানোতে এই ঘাঁটিটি তৈরি করা হবে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাড্রিয়াটিক সাগরের এই নির্মাণাধীন বন্দরের সঙ্গেই নৌ–ঘাঁটিটি নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা। গতকাল শুক্রবার তিনি এই তথ্য জানান।
এক সংবাদ সম্মেলনে ইদি রামা বলেন, ‘সমুদ্র তীরবর্তী শহর দুরেসের নিকটবর্তী পোর্তো রোমানোতে দেশের সবচেয়ে বড় বন্দর নির্মাণ করা হচ্ছে। সেটি একই সঙ্গে বাণিজ্যিক বন্দরের পাশাপাশি একটি সামরিক নৌ–ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হতে পারে।’
ইদি রামা জানিয়েছেন, এই নৌ–ঘাঁটি তৈরি করতে ন্যাটো অর্থ সহায়তা দিতে পারে। তিনি বলেছেন, ‘আমরা শিগগিরই ব্রাসেলসে ফিরে দুরেসে ন্যাটোর নৌ–ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা চালাব।’
এর আগে, গত মে মাসে রামা জানিয়েছিলেন, তাঁর সরকার আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের শহর পাশালিমানে নৌ–ঘাঁটি স্থাপনে ন্যাটোকে অনুরোধ জানিয়েছে। অ্যাড্রিয়াটিক এবং আয়োনিয়ান সাগরের সংযোগস্থলে অবস্থিত ও শহরটিতে ১৯৫০ এর দশকে রাশিয়াই সর্বপ্রথম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করে। পরে অবশ্য ন্যাটো আলবেনিয়ার ওই প্রস্তাব গ্রহণ করেনি।
উল্লেখ্য, আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়।
কলম্বিয়ার নেতৃত্বে ৬২টি দেশের অংশগ্রহণে মাদক পাচার রোধে চালানো অভিযানে এক হাজার টনেরও বেশি গাঁজাসহ মোট ১ হাজার ৪০০ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ২২৫ মেট্রিক টন কোকেইনও আছে। ছয় সপ্তাহ ধরে চলা এ অভিযানে ছয়টি নার্কো সাব অর্থাৎ মাদক পাচারে ব্যবহৃত সাব-মার্সিবল জাহাজ আটক করা হয়।
১ মিনিট আগেরাজস্থানের আজমির শহরে অবস্থিত সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ শরীফ নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। দিল্লিভিত্তিক হিন্দু সেনা সংগঠন দাবি করছে, বর্তমান দরগাহের স্থানে আগে একটি শিব মন্দির ছিল। তাদের অভিযোগের ভিত্তিতে আজমিরের মুন্সেফ আদালত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক,
১ ঘণ্টা আগেঝাড়খন্ডে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ৪০-৫০ খণ্ড করার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। খুন্তি জেলার জঙ্গলে নিয়ে ওই নারীকে হত্যার পর তার দেহের খণ্ডিত অংশগুলো ফেলে আসেন পেশায় কসাই অভিযুক্ত নরেশ ভেংরা।
২ ঘণ্টা আগেমাস্ক ও রামাস্বামীকে দায়িত্ব দিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা প্রশাসনে বড় ধরনের সরকারি কাটছাঁটের সুপারিশ করবেন। সে সময় অনেক সরকারি কর্মচারী বুঝতে পারেন যে তারা চাকরি হারাতে যাচ্ছেন। এখন এক্স-এ কয়েকজনের নাম প্রকাশ হতে দেখে তাঁদের মনে ভয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও তাঁর ব্যক্তিগত লক্ষ্য হয়ে উঠতে পারেন ত
৩ ঘণ্টা আগে