Ajker Patrika

সাংগঠনিক নির্বাচনে স্বচ্ছ ভোটের দাবি কংগ্রেস এমপিদের 

কলকাতা প্রতিনিধি
সাংগঠনিক নির্বাচনে স্বচ্ছ ভোটের দাবি কংগ্রেস এমপিদের 

ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে স্বচ্ছতার দাবি তুলে চিঠি দিয়েছেন দলটির এমপিরা। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের ডাকসাইটের নেতা শশী থারুরের নেতৃত্বে সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মধুসূদন মিস্ত্রির কাছে ৫ জন এমপি দাবি তুলে বলেছেন, ‘অবিলম্বে ভোটার তালিকা প্রকাশ করতে হবে।’ 

এমপিদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের সকলের সম্পর্কেই ভোটারদের সম্পর্কে জানার অধিকার রয়েছে। কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ২২ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল করা যাবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এবং ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর। ভোট গ্রহণ শেষে ১৯ অক্টোবর করা হবে ভোট গণনা। 

দলের বেশির ভাগ নেতাই রাহুল গান্ধীকেই ফের সভাপতি হিসেবে চাইছেন। তবে রাহুল এখনো নির্বাচনে না লড়ার সিদ্ধান্তে অটল। তিনি ব্যস্ত কংগ্রেসের ১৫০ দিনের ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে। তবে বিজেপি তাঁকে কটাক্ষ করতে ছাড়ছে না। পদযাত্রায় রাহুলের পরা টি-শার্ট বা গেঞ্জির দাম ৪১ হাজার ২৫৭ রুপি বলে বিজেপি কটাক্ষ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জবাবে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ লাখ রুপি দামের স্যুট নিয়ে পাল্টা কটাক্ষ করেছে। 

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিজেপির নেতা হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধীকে নিয়ে রসিকতা করতে গিয়ে বেকায়দায় পড়েছে। কংগ্রেস নেতা–কর্মীরা ১২ বছর আগে হিমন্তের করা মন্তব্য দিয়েই তাঁকে ঘায়েল করতে চাইছেন। হিমন্ত তখন বলেছিলেন, ‘সঠিক সময়েই রাহুল দেশের প্রধানমন্ত্রী হবেন।’ তাই কংগ্রেসের প্রশ্ন, হিমন্ত এখন আসলে কাকে বোকা বানাবার চেষ্টা করছেন? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত