তীব্র দাবদাহে শিক্ষার্থীদের জন্য কলকাতার বেশ কয়েকটি স্কুলে ‘ওয়াটার বেল’ বা পানি পানের জন্য ঘণ্টা বাজানোর ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পানি পানের কথা মনে করিয়ে দিতে স্কুলগুলোতে গত মঙ্গলবার থেকে এ বিশেষ ঘণ্টার ব্যবস্থা করা হয়।
সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রাবণী সেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তাঁরা এই বিশেষ ঘণ্টার উদ্যোগটি নিয়েছেন এবং আশপাশের আরও ১০টি স্কুলকে একই ব্যবস্থা নেওয়ার জন্য সম্মত করেছেন। ওয়াটার বেলের উদ্যোগ নেওয়া স্কুলগুলো হলো—মডার্ন ল্যান্ড গার্লস স্কুল, যাদবপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ, সন্তোষপুর শিক্ষায়তন, গারফা ডিএনএম গার্লস অ্যান্ড বয়েজ স্কুলস, চৌবাগা হাই স্কুল।
এসব স্কুলে দিনে দুইবার ওয়াটার বেল বাজানো হয়। স্কুলের তৃতীয় ঘণ্টার পর একবার ও ষষ্ঠ ঘণ্টার পর একবার বেল বাজিয়ে সবাইকে পানি পানের কথা মনে করিয়ে দেওয়া হয়।
সেন বলেন, ‘এই প্রচণ্ড গরমের সময় আমাদের সুস্থ থাকার জন্য প্রচুর পানি পান করতে হবে। শুধু শিশুদেরই নয়, কর্মচারীদেরও পর্যাপ্ত পানি পানের কথা মনে করাতে হবে।’
ইন্দুস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে দুই ঘণ্টা পরপর ওয়াটার বেল বাজানো হয় বলে জানিয়েছেন স্কুলের পরিচালক অমৃতা প্রসাদ। তিনি বলেন, ‘আমরা সাত মাস আগেই এর প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই ব্যবস্থাটি চালিয়ে যাচ্ছি।’
চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও যাদবপুর বিদ্যাপীঠও পানি পানের কথা স্মরণ করিয়ে বিশেষ ঘণ্টার ব্যবস্থা করেছে। চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষিকা শর্বরী সেনগুপ্ত বলেন, ‘প্রতিদিন বেলা ১২টা ৩০ মিনিটে ও ৩টা ১০ মিনিটে দুইবার ঘণ্টা বাজে। আমরা প্রতিদিন সবার জন্য এক গ্লাস করে গ্লুকোজেরও ব্যবস্থা করেছি।’
জুলিয়েন ডে স্কুলের অধ্যক্ষ টেরেন্স জন বলেছেন, তাঁরা শিক্ষার্থীদের বোতলে পানি ভরার জন্য সময় করে দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের বলেছি, শিশুদের মাঝে মাঝে পানি পানের পরামর্শ দিতে। এ ছাড়া শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় পানির বোতল বহন করতে বলেছি, যাতে তাঁরা ক্লান্ত না হয়ে পড়েন। আমরা শিশু, অভিভাবকদের পাশাপাশি দর্শনার্থীদের জন্যও পর্যাপ্ত পানি রাখছি।’
ডিপিএস নিউটন স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুলের প্রত্যেক তলায় গ্লুকোজ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে বোতল আনার পরামর্শ দেওয়া হয়েছে—একটি পানির জন্য এবং আরেকটি লেবু পানি, ডাবের পানি বা খাওয়ার স্যালাইনের জন্য।
তীব্র দাবদাহে শিক্ষার্থীদের জন্য কলকাতার বেশ কয়েকটি স্কুলে ‘ওয়াটার বেল’ বা পানি পানের জন্য ঘণ্টা বাজানোর ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পানি পানের কথা মনে করিয়ে দিতে স্কুলগুলোতে গত মঙ্গলবার থেকে এ বিশেষ ঘণ্টার ব্যবস্থা করা হয়।
সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রাবণী সেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তাঁরা এই বিশেষ ঘণ্টার উদ্যোগটি নিয়েছেন এবং আশপাশের আরও ১০টি স্কুলকে একই ব্যবস্থা নেওয়ার জন্য সম্মত করেছেন। ওয়াটার বেলের উদ্যোগ নেওয়া স্কুলগুলো হলো—মডার্ন ল্যান্ড গার্লস স্কুল, যাদবপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ, সন্তোষপুর শিক্ষায়তন, গারফা ডিএনএম গার্লস অ্যান্ড বয়েজ স্কুলস, চৌবাগা হাই স্কুল।
এসব স্কুলে দিনে দুইবার ওয়াটার বেল বাজানো হয়। স্কুলের তৃতীয় ঘণ্টার পর একবার ও ষষ্ঠ ঘণ্টার পর একবার বেল বাজিয়ে সবাইকে পানি পানের কথা মনে করিয়ে দেওয়া হয়।
সেন বলেন, ‘এই প্রচণ্ড গরমের সময় আমাদের সুস্থ থাকার জন্য প্রচুর পানি পান করতে হবে। শুধু শিশুদেরই নয়, কর্মচারীদেরও পর্যাপ্ত পানি পানের কথা মনে করাতে হবে।’
ইন্দুস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে দুই ঘণ্টা পরপর ওয়াটার বেল বাজানো হয় বলে জানিয়েছেন স্কুলের পরিচালক অমৃতা প্রসাদ। তিনি বলেন, ‘আমরা সাত মাস আগেই এর প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই ব্যবস্থাটি চালিয়ে যাচ্ছি।’
চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও যাদবপুর বিদ্যাপীঠও পানি পানের কথা স্মরণ করিয়ে বিশেষ ঘণ্টার ব্যবস্থা করেছে। চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষিকা শর্বরী সেনগুপ্ত বলেন, ‘প্রতিদিন বেলা ১২টা ৩০ মিনিটে ও ৩টা ১০ মিনিটে দুইবার ঘণ্টা বাজে। আমরা প্রতিদিন সবার জন্য এক গ্লাস করে গ্লুকোজেরও ব্যবস্থা করেছি।’
জুলিয়েন ডে স্কুলের অধ্যক্ষ টেরেন্স জন বলেছেন, তাঁরা শিক্ষার্থীদের বোতলে পানি ভরার জন্য সময় করে দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের বলেছি, শিশুদের মাঝে মাঝে পানি পানের পরামর্শ দিতে। এ ছাড়া শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় পানির বোতল বহন করতে বলেছি, যাতে তাঁরা ক্লান্ত না হয়ে পড়েন। আমরা শিশু, অভিভাবকদের পাশাপাশি দর্শনার্থীদের জন্যও পর্যাপ্ত পানি রাখছি।’
ডিপিএস নিউটন স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুলের প্রত্যেক তলায় গ্লুকোজ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে বোতল আনার পরামর্শ দেওয়া হয়েছে—একটি পানির জন্য এবং আরেকটি লেবু পানি, ডাবের পানি বা খাওয়ার স্যালাইনের জন্য।
থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
৩২ মিনিট আগেপেহেলাগাম হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রায় সাড়ে ছয় দশকের সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। আজ আবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি রয়েছে...
১ ঘণ্টা আগেচলে যাও! চলে যাও! চলে যাও! টেলিগ্রাম ভিডিওতে উচ্চকিত কণ্ঠে চলছে এই স্লোগান। কখনো বা সুরে সুরে। বার্তা খুবই স্পষ্ট। আর তা হচ্ছে, ‘হামাসের সবাই হটো।’ হামাস, গাজা, ইসরায়েল, বিক্ষোভ, স্লোগান, মধ্যপ্রাচ্য, রয়টার্স, ফিলিস্তিনি,
১ ঘণ্টা আগেরাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
২ ঘণ্টা আগে