অনলাইন ডেস্ক
১৯৫০ সালের দিকে স্কলারশিপসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৫৭ সালে তিনি প্রথম শ্রেণিতে অর্থনীতি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তাঁরপর তিনি আর্থিক সংকটে পড়েন, তখন কোনো কোনো দিন মাত্র ছয় পেন্সের ক্যাডবেরি চকলেট খেয়েই পুরো একটা দিন কাটাতেন। বাবার ছাত্র-জীবনে সংগ্রামের এই চিত্র এক বইতে ফুটিয়ে তুলেছেন তাঁর কন্যা দমন সিং।
‘স্ট্রিক্টলি পার্সোনাল: মনমোহন অ্যান্ড গুরশরন’ শিরোনামে বাবা-মার যৌথজীবনীতে তাঁদের কন্যা লিখেছেন, পড়াশোনার জন্য বছরে প্রায় ৬০০ পাউন্ডের প্রয়োজন ছিল মনমোহনের। কিন্তু পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেতেন মাত্র ১৬০ পাউন্ড। বাকি খরচের জন্য বাবার কাছে হাত পাততেন। কিন্তু প্রায়ই কিছুই মিলত না।
দমন সিং লেখেন, ‘যখন বাড়ি থেকে টাকা পাঠাতে দেরি হতো, তখন তিনি খাবার খেতেন না। কখনো কখনো ছয় পেন্সের একটি ক্যাডবেরি চকলেট খেয়েই দিন কাটাতেন। কিন্তু বাবা কখনো ঋণ করেননি।’
একসময় তাঁর সবচেয়ে কাছের বন্ধু মদন লাল সুদানের কাছ থেকে সাহায্য নিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম বর্ষের পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর তিনি মদন লালকে লিখেছিলেন, ‘আমার আর টাকার প্রয়োজন হবে না। আশা করি, আমি একটা বৃত্তি পাব।’
কেমব্রিজে থাকার সময় মনমোহন সিং খুব মিতব্যয়ী জীবনযাপন করতেন। তিনি ক্যাম্পাসের ডাইনিংয়ে মাত্র আড়াই শিলিং ভর্তুকি মূল্যে খাবার খেতেন। এর বাইরে কোনো খাবার খেতেন না; এমনকি ওয়াইনও পান করতেন না।
দমন সিং তাঁর বইয়ে লিখেছেন, তাঁর বাবা মাঝে মাঝে পারিবারিক পিকনিকে গান গাইতেন। তিনি ‘লাগতা নাহি হ্যায় জি মেরা’ এবং অমৃতা প্রিতমের কবিতা ‘আখান ওয়ারিশ শাহ নু...’ গাইতেন। ‘লাগতা নাহি হ্যায় জি মেরা’ গানটি দেশভাগ ও অমৃতা প্রিতমের কবিতাটি পাঞ্জাবের মর্মান্তিক পরিস্থিতিকে মনে করিয়ে দেয়।
পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলায় অবস্থিত গ্রামের জীবনের দিনগুলো স্মরণ করতেন মনমোহন সিং। কন্যাদের সঙ্গে সেই সময়ের সরল জীবনের কথা তিনি প্রায়ই বলতেন। তবে কখনও সেখানে ফিরতে চাইতেন না। কিন্তু কেন তিনি জন্মস্থানে যেতে চান না, সেই প্রশ্নের দেশভাগে সময়কার বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরে মনমোহন বলেছিলেন, ‘না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে আমার দাদাকে হত্যা করা হয়েছিল।’
প্রয়োজন ছাড়া কথা বলতেন না মনমোহন সিং। তাই বিরোধীরা তাঁর নাম দিয়েছিল ‘মৌনমোহন’। তাঁর বিরুদ্ধে নীতিপঙ্গুত্ব বা দুর্নীতির বিরুদ্ধে নির্বিকার থাকার অভিযোগ উঠেছিল, কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। তবে রাজনীতির ভাষায় কীভাবে প্রতিবাদ করতে হয়, তা জানতেন না সজ্জন মনমোহন। তাই অপবাদের প্রত্যুত্তর দিতে পারেননি। শুধু বলেছিলেন, ‘আশা করি ইতিহাস আমাকে অন্যভাবে মনে রাখবে। আমার প্রতি সদয় হবে।’
মনমোহন সিংয়ের জীবনের এই গল্প কেবল একজন দক্ষ অর্থনীতিবিদ ও রাজনীতিকের গল্প নয়। তিনি সংগ্রামী, সাদামাটা ও মানবিক ব্যক্তিত্বের উদাহরণ। ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে শ্রদ্ধা ও সম্মানের আসনে চিরস্মরণীয় হয়ে থাকবেন মনমোহন সিং।
১৯৫০ সালের দিকে স্কলারশিপসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৫৭ সালে তিনি প্রথম শ্রেণিতে অর্থনীতি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তাঁরপর তিনি আর্থিক সংকটে পড়েন, তখন কোনো কোনো দিন মাত্র ছয় পেন্সের ক্যাডবেরি চকলেট খেয়েই পুরো একটা দিন কাটাতেন। বাবার ছাত্র-জীবনে সংগ্রামের এই চিত্র এক বইতে ফুটিয়ে তুলেছেন তাঁর কন্যা দমন সিং।
‘স্ট্রিক্টলি পার্সোনাল: মনমোহন অ্যান্ড গুরশরন’ শিরোনামে বাবা-মার যৌথজীবনীতে তাঁদের কন্যা লিখেছেন, পড়াশোনার জন্য বছরে প্রায় ৬০০ পাউন্ডের প্রয়োজন ছিল মনমোহনের। কিন্তু পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেতেন মাত্র ১৬০ পাউন্ড। বাকি খরচের জন্য বাবার কাছে হাত পাততেন। কিন্তু প্রায়ই কিছুই মিলত না।
দমন সিং লেখেন, ‘যখন বাড়ি থেকে টাকা পাঠাতে দেরি হতো, তখন তিনি খাবার খেতেন না। কখনো কখনো ছয় পেন্সের একটি ক্যাডবেরি চকলেট খেয়েই দিন কাটাতেন। কিন্তু বাবা কখনো ঋণ করেননি।’
একসময় তাঁর সবচেয়ে কাছের বন্ধু মদন লাল সুদানের কাছ থেকে সাহায্য নিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম বর্ষের পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর তিনি মদন লালকে লিখেছিলেন, ‘আমার আর টাকার প্রয়োজন হবে না। আশা করি, আমি একটা বৃত্তি পাব।’
কেমব্রিজে থাকার সময় মনমোহন সিং খুব মিতব্যয়ী জীবনযাপন করতেন। তিনি ক্যাম্পাসের ডাইনিংয়ে মাত্র আড়াই শিলিং ভর্তুকি মূল্যে খাবার খেতেন। এর বাইরে কোনো খাবার খেতেন না; এমনকি ওয়াইনও পান করতেন না।
দমন সিং তাঁর বইয়ে লিখেছেন, তাঁর বাবা মাঝে মাঝে পারিবারিক পিকনিকে গান গাইতেন। তিনি ‘লাগতা নাহি হ্যায় জি মেরা’ এবং অমৃতা প্রিতমের কবিতা ‘আখান ওয়ারিশ শাহ নু...’ গাইতেন। ‘লাগতা নাহি হ্যায় জি মেরা’ গানটি দেশভাগ ও অমৃতা প্রিতমের কবিতাটি পাঞ্জাবের মর্মান্তিক পরিস্থিতিকে মনে করিয়ে দেয়।
পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলায় অবস্থিত গ্রামের জীবনের দিনগুলো স্মরণ করতেন মনমোহন সিং। কন্যাদের সঙ্গে সেই সময়ের সরল জীবনের কথা তিনি প্রায়ই বলতেন। তবে কখনও সেখানে ফিরতে চাইতেন না। কিন্তু কেন তিনি জন্মস্থানে যেতে চান না, সেই প্রশ্নের দেশভাগে সময়কার বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরে মনমোহন বলেছিলেন, ‘না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে আমার দাদাকে হত্যা করা হয়েছিল।’
প্রয়োজন ছাড়া কথা বলতেন না মনমোহন সিং। তাই বিরোধীরা তাঁর নাম দিয়েছিল ‘মৌনমোহন’। তাঁর বিরুদ্ধে নীতিপঙ্গুত্ব বা দুর্নীতির বিরুদ্ধে নির্বিকার থাকার অভিযোগ উঠেছিল, কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। তবে রাজনীতির ভাষায় কীভাবে প্রতিবাদ করতে হয়, তা জানতেন না সজ্জন মনমোহন। তাই অপবাদের প্রত্যুত্তর দিতে পারেননি। শুধু বলেছিলেন, ‘আশা করি ইতিহাস আমাকে অন্যভাবে মনে রাখবে। আমার প্রতি সদয় হবে।’
মনমোহন সিংয়ের জীবনের এই গল্প কেবল একজন দক্ষ অর্থনীতিবিদ ও রাজনীতিকের গল্প নয়। তিনি সংগ্রামী, সাদামাটা ও মানবিক ব্যক্তিত্বের উদাহরণ। ব্যতিক্রমী রাজনীতিক হিসেবে শ্রদ্ধা ও সম্মানের আসনে চিরস্মরণীয় হয়ে থাকবেন মনমোহন সিং।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকার ব্যবসা পুনরুদ্ধারের কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশি ভ্রমণকারীরা ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন দেশে চলমান অস্থিরতার কারণে। হোটেলে বাণিজ্য নিম্নমুখী, রেস্তোরাঁগুলোও তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে এবং খুচরা
২৬ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মাত্র দুজনকে। স্থানীয় সময় আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়ুনহাপের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগেতাঁদের বিরুদ্ধে ২০২২ সালে মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছিলেন তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্তে জানা যায়, অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র অর্জন করেন। তাঁরা একজন এজেন্টের সহায়তায় ভুয়া জন্ম ও মৃত্যু সনদ তৈরি করেন।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুমান, দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মুয়ান বিমানবন্দরে যে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে সেটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
২ ঘণ্টা আগে