অনলাইন ডেস্ক
গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর এবার চিনি রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছে ভারত। স্থানীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে দেশটির সরকার চিনি রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি বলেছে, গত ছয় বছরের মধ্যে প্রথমবার চিনি রপ্তানি সীমাবদ্ধ করার পরিকল্পনা নিল ভারত। এ বছর দেশটি চিনি রপ্তানির সীমা ১ কোটি টন নির্ধারণের পরিকল্পনা নিয়েছে।
সরকারি আদেশে বলা হয়, রপ্তানিকারকদের বিদেশি চালানের জন্য ১ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনুমতি নিতে হবে।
এদিকে ভারতের সিদ্ধান্তের পর লন্ডনে সাদা চিনির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। মুম্বাইভিত্তিক একটি ব্যবসায়িক সংস্থার ডিলার বলেন, ‘খাদ্যের মূল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন। এ কারণেই উৎসবের মৌসুমে দেশে যেন পর্যাপ্ত চিনির সরবরাহ থাকে, সেটি নিশ্চিতে চেষ্টা করছে সরকার।’
শুরুতে ভারত ৮০ লাখ টনের বেশি চিনি রপ্তানি না করার কথা ভেবেছিল। কিন্তু পরে উৎপাদনের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কারখানাগুলোকে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেয়।
ভারতের চিনি উৎপাদনকারী ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবার ৩৫.৫ মিলিয়ন টন চিনি উৎপাদন হতে পারে; যা আগের অনুমান ৩১ মিলিয়ন টনের চেয়ে বেশি।
রপ্তানি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত। বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করে থাকে দেশটি।
গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর এবার চিনি রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছে ভারত। স্থানীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে দেশটির সরকার চিনি রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি বলেছে, গত ছয় বছরের মধ্যে প্রথমবার চিনি রপ্তানি সীমাবদ্ধ করার পরিকল্পনা নিল ভারত। এ বছর দেশটি চিনি রপ্তানির সীমা ১ কোটি টন নির্ধারণের পরিকল্পনা নিয়েছে।
সরকারি আদেশে বলা হয়, রপ্তানিকারকদের বিদেশি চালানের জন্য ১ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনুমতি নিতে হবে।
এদিকে ভারতের সিদ্ধান্তের পর লন্ডনে সাদা চিনির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। মুম্বাইভিত্তিক একটি ব্যবসায়িক সংস্থার ডিলার বলেন, ‘খাদ্যের মূল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন। এ কারণেই উৎসবের মৌসুমে দেশে যেন পর্যাপ্ত চিনির সরবরাহ থাকে, সেটি নিশ্চিতে চেষ্টা করছে সরকার।’
শুরুতে ভারত ৮০ লাখ টনের বেশি চিনি রপ্তানি না করার কথা ভেবেছিল। কিন্তু পরে উৎপাদনের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কারখানাগুলোকে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেয়।
ভারতের চিনি উৎপাদনকারী ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবার ৩৫.৫ মিলিয়ন টন চিনি উৎপাদন হতে পারে; যা আগের অনুমান ৩১ মিলিয়ন টনের চেয়ে বেশি।
রপ্তানি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত। বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করে থাকে দেশটি।
তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
১ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বিলিয়নিয়ার ইলন মাস্ককে শুরু থেকেই পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে ২০ কোটি ডলার দিয়েছেন। নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা গেছে তাঁর। ট্রাম্প–মাস্কের এই ঘনিষ্ঠতা সবারই নজর কেড়েছে
২ ঘণ্টা আগেইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০
২ ঘণ্টা আগে