কলকাতা প্রতিনিধি
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ডেকে পাঠালে কংগ্রেসও তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।
ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধীদের শায়েস্তা করছে। তবে, বিজেপির পাল্টা দাবি, অপরাধীদের নিস্তার নেই। এরই মধ্যে সিবিআই বীরভূম থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছে তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গরু পাচারের। আদালত তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলে বন্দী রাজ্যের সাবেক শিল্পমন্ত্রী ও তৃণমূলের সাবেক মহাসচিব পার্থ চ্যাটার্জি। সব মিলিয়ে জ্যেষ্ঠ দুই নেতার এমন বেকায়দা অবস্থান তৃণমূলকেও বেকায়দায় ফেলে দিয়েছে।
ভারতের বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস স্বশাসিত তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলন করলেও তৃণমূল নেতাদের গ্রেপ্তারের বিষয়ে নীরব। তৃণমূলও অবশ্য আটক নেতাদের বিষয়ে বেশ সতর্ক।
এই বিষয়ে তৃণমূলের নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কোনো অনৈতিকতা ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না।’ তৃণমূলের এমপি ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেবে না দল।’
একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একই সঙ্গে মমতা বলেছেন, সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোয় শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, ‘কেবল তো দুই উইকেট পড়েছে। আরও পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে বিজেপি রাজ্য জুড়ে পাল্টা প্রচারে নেমেছে। তৃণমূলের বিরুদ্ধে আলাদা করে দুর্নীতির অভিযোগে সোচ্চার বামেরাও। ফলে বেশ কোণঠাসা অবস্থা পশ্চিমবঙ্গের শাসক দলের।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ডেকে পাঠালে কংগ্রেসও তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।
ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধীদের শায়েস্তা করছে। তবে, বিজেপির পাল্টা দাবি, অপরাধীদের নিস্তার নেই। এরই মধ্যে সিবিআই বীরভূম থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছে তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গরু পাচারের। আদালত তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলে বন্দী রাজ্যের সাবেক শিল্পমন্ত্রী ও তৃণমূলের সাবেক মহাসচিব পার্থ চ্যাটার্জি। সব মিলিয়ে জ্যেষ্ঠ দুই নেতার এমন বেকায়দা অবস্থান তৃণমূলকেও বেকায়দায় ফেলে দিয়েছে।
ভারতের বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস স্বশাসিত তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলন করলেও তৃণমূল নেতাদের গ্রেপ্তারের বিষয়ে নীরব। তৃণমূলও অবশ্য আটক নেতাদের বিষয়ে বেশ সতর্ক।
এই বিষয়ে তৃণমূলের নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কোনো অনৈতিকতা ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না।’ তৃণমূলের এমপি ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেবে না দল।’
একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একই সঙ্গে মমতা বলেছেন, সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোয় শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, ‘কেবল তো দুই উইকেট পড়েছে। আরও পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে বিজেপি রাজ্য জুড়ে পাল্টা প্রচারে নেমেছে। তৃণমূলের বিরুদ্ধে আলাদা করে দুর্নীতির অভিযোগে সোচ্চার বামেরাও। ফলে বেশ কোণঠাসা অবস্থা পশ্চিমবঙ্গের শাসক দলের।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
৮ ঘণ্টা আগেরানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
৯ ঘণ্টা আগেসার্ক ভিসায় আসা ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির...
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মঞ্জু নাথ। কর্ণাটকের এই ব্যক্তি স্ত্রী পল্লবী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে ফিরেছেন লাশ হয়ে। গত মঙ্গলবার সন্ত্রাসীরা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। তবে তাঁর স্ত্রীকে হত্যা করেনি সন্ত্রাসীরা; বরং তাঁকে
১০ ঘণ্টা আগে