কলকাতা প্রতিনিধি
কলকাতা পৌরসভা ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ চলছে। শাসক দল তৃণমূলের দাবি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। তবে বিরোধীরা ভোটে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বড় ধরনের গোলমালের কোনো অভিযোগ নেই।
কলকাতা পৌর নিগমের ৪০ লাখেরও বেশি ভোটার আজ ইভিএমে ভোট দিচ্ছেন। প্রার্থী রয়েছেন মোট ৯৫০ জন। তৃণমূল সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপির প্রার্থী সংখ্যা ১৪২। বামেরা লড়ছে ১২৯ আসনে এবং কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই ভোট চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। মোট ৪,৯৫৯ বুথে চলছে ভোট। দুপুর দুটো পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি।
ভোটে জালিয়াতি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার বিরোধীরা। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ চোখে পড়ে। তাঁদের অভিযোগ, ভোটের নামে প্রহসন চলছে।
তবে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন হার নিশ্চিত বুঝেই বিরোধীরা নিজেদের লজ্জা ঢাকতে জালিয়াতির গল্প ফাঁদছে। তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইয়ের ছেলে তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের ভোটে কোনো ধরনের বেয়াদবি না করার কড়া নির্দেশ দিয়েছেন।
কলকাতা করপোরেশনের ভোট গণনা আগামী মঙ্গলবার। নির্বাচিত কাউন্সিলররাই মেয়র নির্বাচিত করবেন।
কলকাতা পৌরসভা ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ চলছে। শাসক দল তৃণমূলের দাবি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। তবে বিরোধীরা ভোটে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বড় ধরনের গোলমালের কোনো অভিযোগ নেই।
কলকাতা পৌর নিগমের ৪০ লাখেরও বেশি ভোটার আজ ইভিএমে ভোট দিচ্ছেন। প্রার্থী রয়েছেন মোট ৯৫০ জন। তৃণমূল সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপির প্রার্থী সংখ্যা ১৪২। বামেরা লড়ছে ১২৯ আসনে এবং কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই ভোট চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। মোট ৪,৯৫৯ বুথে চলছে ভোট। দুপুর দুটো পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি।
ভোটে জালিয়াতি ও সন্ত্রাসের অভিযোগে সোচ্চার বিরোধীরা। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ চোখে পড়ে। তাঁদের অভিযোগ, ভোটের নামে প্রহসন চলছে।
তবে কলকাতার প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন হার নিশ্চিত বুঝেই বিরোধীরা নিজেদের লজ্জা ঢাকতে জালিয়াতির গল্প ফাঁদছে। তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইয়ের ছেলে তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের ভোটে কোনো ধরনের বেয়াদবি না করার কড়া নির্দেশ দিয়েছেন।
কলকাতা করপোরেশনের ভোট গণনা আগামী মঙ্গলবার। নির্বাচিত কাউন্সিলররাই মেয়র নির্বাচিত করবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৭ ঘণ্টা আগে