অনলাইন ডেস্ক
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন রেখে বলেছেন, মোদি কোন ভগবানকে অনুসরণ করেন? যে ভগবান মোদিকে কেবল করপোরেট জায়ান্টদের নির্দেশনা মেনে তাদের স্বার্থে কাজ করতে বলেন? ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রায়বেরেলি ও আমেথি থেকে আসা প্রায় ২ হাজার কংগ্রেস কর্মীর উদ্দেশে দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদি বলেন যে, তিনি ভগবানের নির্দেশে কাজ করছেন। কিন্তু তিনি তো স্রেফ কতিপয় ধনী লোকদের জন্য কাজ করেন।’ এ সময় তিনি জানান, নরেন্দ্র মোদিকে হিন্দুস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে।
রাহুল গান্ধী মোদির কাছে প্রশ্ন রেখে আরও বলেন, ‘আমি জানি না, ঠিক কোন ধরনের ভগবানকে তিনি অনুসরণ করেন, যিনি কি না করপোরেট জায়ান্ট নির্দেশনায় কাজ করে তাদের সহায়তা করছেন কেবল।’ এ সময় তিনি রায়বেরেলি ও আমেথির কংগ্রেস কর্মীদের বলেন, ‘আপনারা তাঁকে (মোদিকে) রায়বেরেলি, আমেথি ও উত্তর প্রদেশ থেকে দেখিয়ে দিয়েছেন যে, হিন্দুস্তান তাঁকে প্রত্যাখ্যান করেছে।’
সর্বশেষ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বিশাল ব্যবধানে বিজেপির দুই প্রার্থীর বিরুদ্ধে দুটি আসন থেকে জিতেছেন। বিষয়টিকে ইঙ্গিত করে মোদিকে জড়িয়ে তিনি বলেন, ‘এমনকি খোদ বারাণসী থেকেও নরেন্দ্র মোদি অল্পের জন্য নিজেকে বাঁচাতে পেরেছেন।’ এ সময় তিনি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নির্দেশ করে বলেন, ‘যদি সে তাঁর (মোদির) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করত, তবে তিনি ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন।’
রাহুল গান্ধী ২০১৯-২০ সালে উত্তর প্রদেশের কৃষক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ‘রায়বেরেলি ও আমেথির সঙ্গে আমার পরিবারের সম্পর্ক ১০০ বছরের পুরোনো। এখান থেকে জওহরলাল নেহরু কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। আমরা আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত নই, আমরা দুটি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আবেগ দিয়ে যুক্ত।’
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন রেখে বলেছেন, মোদি কোন ভগবানকে অনুসরণ করেন? যে ভগবান মোদিকে কেবল করপোরেট জায়ান্টদের নির্দেশনা মেনে তাদের স্বার্থে কাজ করতে বলেন? ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রায়বেরেলি ও আমেথি থেকে আসা প্রায় ২ হাজার কংগ্রেস কর্মীর উদ্দেশে দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদি বলেন যে, তিনি ভগবানের নির্দেশে কাজ করছেন। কিন্তু তিনি তো স্রেফ কতিপয় ধনী লোকদের জন্য কাজ করেন।’ এ সময় তিনি জানান, নরেন্দ্র মোদিকে হিন্দুস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে।
রাহুল গান্ধী মোদির কাছে প্রশ্ন রেখে আরও বলেন, ‘আমি জানি না, ঠিক কোন ধরনের ভগবানকে তিনি অনুসরণ করেন, যিনি কি না করপোরেট জায়ান্ট নির্দেশনায় কাজ করে তাদের সহায়তা করছেন কেবল।’ এ সময় তিনি রায়বেরেলি ও আমেথির কংগ্রেস কর্মীদের বলেন, ‘আপনারা তাঁকে (মোদিকে) রায়বেরেলি, আমেথি ও উত্তর প্রদেশ থেকে দেখিয়ে দিয়েছেন যে, হিন্দুস্তান তাঁকে প্রত্যাখ্যান করেছে।’
সর্বশেষ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বিশাল ব্যবধানে বিজেপির দুই প্রার্থীর বিরুদ্ধে দুটি আসন থেকে জিতেছেন। বিষয়টিকে ইঙ্গিত করে মোদিকে জড়িয়ে তিনি বলেন, ‘এমনকি খোদ বারাণসী থেকেও নরেন্দ্র মোদি অল্পের জন্য নিজেকে বাঁচাতে পেরেছেন।’ এ সময় তিনি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নির্দেশ করে বলেন, ‘যদি সে তাঁর (মোদির) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করত, তবে তিনি ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন।’
রাহুল গান্ধী ২০১৯-২০ সালে উত্তর প্রদেশের কৃষক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ‘রায়বেরেলি ও আমেথির সঙ্গে আমার পরিবারের সম্পর্ক ১০০ বছরের পুরোনো। এখান থেকে জওহরলাল নেহরু কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। আমরা আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত নই, আমরা দুটি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আবেগ দিয়ে যুক্ত।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
২ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৪ ঘণ্টা আগে