অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় ৩১ বছর আগে গুঁড়িয়ে দেওয়া বাবরি মসজিদের জায়গায় রাষ্ট্রীয় মহাসমারোহে আজ সোমবার উদ্বোধন হতে যাচ্ছে রামমন্দির। ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন এই রামমন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচিত এই ধর্মীয় স্থাপনার ব্যয় সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ধর্মীয় স্থাপনা হলো রামমন্দির। ভারতীয় নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো ৭০ একর (২৮ হেক্টর) কমপ্লেক্সের মধ্যে মন্দিরটি নির্মাণ করছে। রামমন্দির নির্মাণে প্রায় ১৮০০ কোটি রুপি খরচ হবে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, রামমন্দির প্রতিষ্ঠায় ভারত সরকার কোনো তহবিল সরবরাহ করেনি। সম্পূর্ণ কমপ্লেক্সের জন্য প্রায় ৩০০০ কোটি রুপি (৩৬ কোটি ১০ লাখ ডলার) অনুদান সংগ্রহ করা হয়েছে।
রামমন্দির নির্মাণের ভার ন্যস্ত করা হয়েছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কাছে। এই ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেন, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে রামমন্দির নির্মাণের জন্য। এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে রাখা রয়েছে মোট ৩ হাজার কোটি টাকারও বেশি। তবে অযোধ্যার এই মন্দির তৈরির মোট বাজেট ১৮০০ কোটি টাকা।
উত্তর ভারতের ‘নগর ধাঁচে’ নির্মিত মন্দিরটির আয়তন ৯৫ হাজার বর্গফুট। মন্দিরটিতে ৩৯২টি পিলার আছে এবং আছে ৪৪টি দরজা। দেয়ালগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় স্থাপন করা হয়েছে রামের পাঁচ বছর বয়সের একটি মূর্তি।
অপরদিকে, শিবের পুনঃস্থাপিত মন্দিরটি অবস্থিত রামমন্দির কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোণে। এই মন্দিরের পাশেই ‘সীতা কূপ’ নামে একটি কুয়া আছে। ধারণা করা হয়, এই কুয়াটি কয়েক হাজার বছরের পুরোনো।
ভারতের দেশীয় বৈচিত্র্য প্রদর্শন করে এমন শিল্পকর্ম এবং ম্যুরাল তৈরির জন্য সারা দেশ থেকে শিল্পীদের বাছাই করা হয়েছে। মন্দিরের ভেতরের অংশ সাজানো হবে সোনা দিয়ে।
ভগবান রামের ম্যুরাল তৈরি করেছেন তিনজন ভাস্কর। এদের মধ্যে একজনকে গর্ভগৃহের ভেতরে থাকার জন্য বেছে নিয়েছিল প্যানেল। ‘রামলালা’ বা পাঁচ বছর বয়সী ভগবান রামের ভাস্কর্যটির ওজন ১৫০-২০০ কেজি (৪৪০ পাউন্ড)। ভাস্কর্যটি তৈরি হয়েছে গ্রানাইটের পাথর দিয়ে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিল। এখনো সম্পূর্ণ মন্দির নির্মাণ হয়নি। পুরো মন্দির তৈরি শেষ হতে ২০২৫ সাল লেগে যেতে পারে বলে জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় ৩১ বছর আগে গুঁড়িয়ে দেওয়া বাবরি মসজিদের জায়গায় রাষ্ট্রীয় মহাসমারোহে আজ সোমবার উদ্বোধন হতে যাচ্ছে রামমন্দির। ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন এই রামমন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচিত এই ধর্মীয় স্থাপনার ব্যয় সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ধর্মীয় স্থাপনা হলো রামমন্দির। ভারতীয় নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো ৭০ একর (২৮ হেক্টর) কমপ্লেক্সের মধ্যে মন্দিরটি নির্মাণ করছে। রামমন্দির নির্মাণে প্রায় ১৮০০ কোটি রুপি খরচ হবে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, রামমন্দির প্রতিষ্ঠায় ভারত সরকার কোনো তহবিল সরবরাহ করেনি। সম্পূর্ণ কমপ্লেক্সের জন্য প্রায় ৩০০০ কোটি রুপি (৩৬ কোটি ১০ লাখ ডলার) অনুদান সংগ্রহ করা হয়েছে।
রামমন্দির নির্মাণের ভার ন্যস্ত করা হয়েছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কাছে। এই ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেন, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে রামমন্দির নির্মাণের জন্য। এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে রাখা রয়েছে মোট ৩ হাজার কোটি টাকারও বেশি। তবে অযোধ্যার এই মন্দির তৈরির মোট বাজেট ১৮০০ কোটি টাকা।
উত্তর ভারতের ‘নগর ধাঁচে’ নির্মিত মন্দিরটির আয়তন ৯৫ হাজার বর্গফুট। মন্দিরটিতে ৩৯২টি পিলার আছে এবং আছে ৪৪টি দরজা। দেয়ালগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় স্থাপন করা হয়েছে রামের পাঁচ বছর বয়সের একটি মূর্তি।
অপরদিকে, শিবের পুনঃস্থাপিত মন্দিরটি অবস্থিত রামমন্দির কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোণে। এই মন্দিরের পাশেই ‘সীতা কূপ’ নামে একটি কুয়া আছে। ধারণা করা হয়, এই কুয়াটি কয়েক হাজার বছরের পুরোনো।
ভারতের দেশীয় বৈচিত্র্য প্রদর্শন করে এমন শিল্পকর্ম এবং ম্যুরাল তৈরির জন্য সারা দেশ থেকে শিল্পীদের বাছাই করা হয়েছে। মন্দিরের ভেতরের অংশ সাজানো হবে সোনা দিয়ে।
ভগবান রামের ম্যুরাল তৈরি করেছেন তিনজন ভাস্কর। এদের মধ্যে একজনকে গর্ভগৃহের ভেতরে থাকার জন্য বেছে নিয়েছিল প্যানেল। ‘রামলালা’ বা পাঁচ বছর বয়সী ভগবান রামের ভাস্কর্যটির ওজন ১৫০-২০০ কেজি (৪৪০ পাউন্ড)। ভাস্কর্যটি তৈরি হয়েছে গ্রানাইটের পাথর দিয়ে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিল। এখনো সম্পূর্ণ মন্দির নির্মাণ হয়নি। পুরো মন্দির তৈরি শেষ হতে ২০২৫ সাল লেগে যেতে পারে বলে জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে