অনলাইন ডেস্ক
প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।
পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।
সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।
প্রেমিককে বিয়ে করতে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক তরুণী। গত মঙ্গলবার হরিয়ানার একটি মাঠ খুঁড়ে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২৩ বছর বয়সী খুন হওয়া তরুণীর নাম নীলম। গত বছরের জুনে তাঁর প্রেমিক সুনীল তাঁকে খুন করে হরিয়ানার একটি জমিতে কবর দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ওই তরুণীর কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রবীন্দ্র জানিয়েছেন, নীলমকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করেছেন সুনীল। তিনি ওই তরুণীর মাথায় দুবার গুলি করেন এবং অপরাধ থেকে বাঁচতে মৃতদেহ একটি মাঠে গর্ত করে পুঁতে রাখেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশের কাছে বলেছিলেন, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
নীলমের পরিবার বলেছে, নীলম ভারতে ফিরে আসার পর তাদের সঙ্গে কোনো কথা হয়নি। সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে নীলমের পরিবার।
পরে নীলমের পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিলে মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। এরপর ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি ইউনিট সুনীলকে আটক করে।
সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে