ভারতের মিজোরামে রেল সেতু ধসে অন্তত ১৭ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৮: ৪১

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছে। রাজ্যের রাজধানী আইজওয়াল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

 মিয়ানমারের সীমান্তবর্তী মিজোরামের সাইরাং শহরের সঙ্গে ভারতের বাকি অংশকে যুক্ত করতে দু্ই বছর আগে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। 
ধসের ঘটনায় উদ্ধার অভিযান চলছে জানিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাং এক টুইট বার্তায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ধসের ঘটনায় উদ্ধারকর্মীরা যাওয়ার আগেই আশপাশের মানুষ এগিয়ে আসেন। মুখ্যমন্ত্রী তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
(টুইট এমবেড)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 
টুইট বার্তায় তিনি দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান। 

পুলিশে উদ্ধৃত করে বিবিসি বলছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ৪০ জনের বেশি শ্রমিক ছিল।

ভারতের পরিবহন পরিকাঠামো নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। সেতু ও সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের মরবিতে ঔপনিবেশিক যুগের একটি সেতু গত বছরের অক্টোবরে ভেঙে পড়ে। তখন অন্তত ১৩২ জন নিহত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত