কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের উপকণ্ঠে বাগটুই গ্রামে ৮ জনকে পুড়িয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির লড়াই শুরু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে। ওদিকে বিজেপির দাবি, রাজ্যের তৃণমূল সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে। সিপিএমের নবনির্বাচিত রাজ্য সম্পাদক মো. সেলিম ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগ তুলে বলেছেন, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চলছে।
অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিচ্ছিন্ন অনভিপ্রেত ঘটনা নিয়ে যারা যত রাজনীতি করবে, ততই বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে সন্দেহের অবকাশ বাড়ছে।’ আর মমতা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজেই বাগটুই যাবেন। অপরাধীরা কেউ রেহাই পাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
গত সোমবার প্রথমে খুন হন স্থানীয় তৃণমূল নেতা ও বড়শাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ। তারপর রাতের অন্ধকারে আগুন ধরে যায় ১০টি ঘরে। গ্রামবাসীর অভিযোগ, বাইরে থেকে শিকল লাগিয়ে আগুন দেওয়া হয় ঘরে। গ্রামবাসী বনিরুল শেখের অভিযোগ, অগ্নিদগ্ধ ৮টি লাশ উদ্ধার হলেও আরও দুটি লাশ এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মিনা বিবি (৪৫), নূরনিহার বিবি (৫৮), রুপালি বিবি (৪০), বানি শেখ (৪০), মিহির শেখ (৩৫) ও নেকলাল শেখ (৪০)। এ ছাড়া দুটি শিশুও মারা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সিআইডির এডিজি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল এ ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত ২৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবারই তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছান। এ দিন সিপিএম ও বিজেপির প্রতিনিধিদল গ্রামটি পরিদর্শন করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে।
এই ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছেন, ‘এই ধরনের ঘটনা সিরিয়াস ক্রাইম। অবিলম্বে কঠিন তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ঘরবন্দী করে মানুষকে পুড়িয়ে মারা হলো। এই ধরনের ঘটনার পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের উপকণ্ঠে বাগটুই গ্রামে ৮ জনকে পুড়িয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির লড়াই শুরু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে। ওদিকে বিজেপির দাবি, রাজ্যের তৃণমূল সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে। সিপিএমের নবনির্বাচিত রাজ্য সম্পাদক মো. সেলিম ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগ তুলে বলেছেন, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চলছে।
অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিচ্ছিন্ন অনভিপ্রেত ঘটনা নিয়ে যারা যত রাজনীতি করবে, ততই বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে সন্দেহের অবকাশ বাড়ছে।’ আর মমতা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজেই বাগটুই যাবেন। অপরাধীরা কেউ রেহাই পাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
গত সোমবার প্রথমে খুন হন স্থানীয় তৃণমূল নেতা ও বড়শাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ। তারপর রাতের অন্ধকারে আগুন ধরে যায় ১০টি ঘরে। গ্রামবাসীর অভিযোগ, বাইরে থেকে শিকল লাগিয়ে আগুন দেওয়া হয় ঘরে। গ্রামবাসী বনিরুল শেখের অভিযোগ, অগ্নিদগ্ধ ৮টি লাশ উদ্ধার হলেও আরও দুটি লাশ এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মিনা বিবি (৪৫), নূরনিহার বিবি (৫৮), রুপালি বিবি (৪০), বানি শেখ (৪০), মিহির শেখ (৩৫) ও নেকলাল শেখ (৪০)। এ ছাড়া দুটি শিশুও মারা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সিআইডির এডিজি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল এ ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত ২৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবারই তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছান। এ দিন সিপিএম ও বিজেপির প্রতিনিধিদল গ্রামটি পরিদর্শন করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে।
এই ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছেন, ‘এই ধরনের ঘটনা সিরিয়াস ক্রাইম। অবিলম্বে কঠিন তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ঘরবন্দী করে মানুষকে পুড়িয়ে মারা হলো। এই ধরনের ঘটনার পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।’
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৩৯ মিনিট আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
১ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৩ ঘণ্টা আগে