অনলাইন ডেস্ক
ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।
ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৫ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৫ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৭ ঘণ্টা আগে