অনলাইন ডেস্ক
ভারতের আদানি গ্রুপ বিপুল বাজার মূলধন হারিয়েছে। অঙ্গ প্রতিষ্ঠানের ২৫০ কোটি ডলারের শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাতিলের পর এশিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন শিল্প গ্রুপের মোট ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক প্রতিবেদনে আদানির বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপনের অভিযোগ তোলার পর ব্যাপক সমালোচনা শুরু হলে আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিক্রির উদ্যোগ থমকে যায়।
আস্থার সংকটের মধ্যে পুঁজিবাজারে আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক দরপতন হয়। এর ফলে কয়েক দিনের মধ্যেই গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনীর খেতাব হারান। আর বিশ্বের তৃতীয় ধনী থেকে পতন ঘটে আদানি এখন ষোড়শ অবস্থানে আছেন।
এর প্রভাব পুঁজিবাজারে যেমন পড়েছে, তেমনি ভারতের ব্যবসা ও রাজনীতিকেও আলোড়িত করেছে। সরকারবিরোধীরা ঘটনার তদন্ত দাবি করেছে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক আদানিতে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা অতিক্রম করেছে কিনা তা খতিয়ে দেখছে।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর ১০ শতাংশ কমেছে। এ ছাড়া আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি টোটালগ্যাস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশনের প্রতিটির শেয়ার কমেছে। অন্যদিকে আদানি পাওয়ার ও আদানি উইলমারের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।
প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় গত সপ্তাহে শীর্ষ ধনী থেকে তৃতীয় অবস্থানে নেমে এসেছিলেন গৌতম আদানি। সেখানে থেকে তিনি এখন বিশ্বের ১৬তম অবস্থানে নেমে গেছেন।
সরকারি ও ব্যাংকিং সূত্র আজ রয়টার্সকে জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক দেশটির স্থানীয় ব্যাংকগুলোকে বিনিয়োগসীমার (এক্সপোজার) বিস্তারিত প্রকাশ করতে বলেছে। পুঁজিবাজারের কোম্পানি সিএলএসএ বলেছে, গত বছরের মার্চে ভারতের ব্যাংকগুলো আদানি গ্রুপের ২ হাজার ৪৫২ কোটি ডলার ঋণের ৪০ শতাংশ প্রকাশ করেছিল।
এ সপ্তাহের শুরুতে আদানি গ্রুপ বলেছিল, তারা বিনিয়োগকারীদের পূর্ণ সমর্থন পেয়েছিল। তবে সম্প্রতি তাদের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়েছে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আদানি গ্রুপের সিকিউরিটিজের বিপরীতে গ্রাহকদের মার্জিন লোন বাড়ানো বন্ধ করে দিয়েছে সিটি গ্রুপ। এ ব্যাপারে সিটি গ্রুপের কাছে জানতে চাইলে তারা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে হিন্ডেনবার্গ প্রতিবেদনে বলেছে, আদানি গ্রুপ ‘কয়েক দশক ধরে নির্লজ্জভাবে শেয়ার বাজারে কারসাজি করে আসছে এবং তারা হিসাব জালিয়াতিতে জড়িত।’
সংস্থাটি বলছে, তারা আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির মালিকানাধীন ব্যবসা পরিদর্শন ও নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্তের পর আদানি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানির বড় ভাই বিনোদ মরিশাস, সাইপ্রাস এবং বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ‘অফশোর শেল’ পরিচালনা করেন।
তবে আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, ‘শর্ট-সেলারের স্টক ম্যানিপুলেশনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এসব অভিযোগ ভারতীয় আইনের অজ্ঞতা থেকে উদ্ভূত।’
হ্যান্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর থেকে ক্রমাগত দরপতন হচ্ছে আদানি গ্রুপের। দরপতনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার গভীর রাতে আদানি গ্রুপ ঘোষণা করেছে, তারা শেয়ার বিক্রি বন্ধ করছে। কারণ শেয়ারের দাম দিনের বেলায় ওঠানামা করছে। এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কোম্পানির বোর্ড মনে করছে, এই সমস্যা নিয়ে এগিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না।
ভারতের আদানি গ্রুপ বিপুল বাজার মূলধন হারিয়েছে। অঙ্গ প্রতিষ্ঠানের ২৫০ কোটি ডলারের শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাতিলের পর এশিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন শিল্প গ্রুপের মোট ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক প্রতিবেদনে আদানির বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপনের অভিযোগ তোলার পর ব্যাপক সমালোচনা শুরু হলে আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিক্রির উদ্যোগ থমকে যায়।
আস্থার সংকটের মধ্যে পুঁজিবাজারে আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক দরপতন হয়। এর ফলে কয়েক দিনের মধ্যেই গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনীর খেতাব হারান। আর বিশ্বের তৃতীয় ধনী থেকে পতন ঘটে আদানি এখন ষোড়শ অবস্থানে আছেন।
এর প্রভাব পুঁজিবাজারে যেমন পড়েছে, তেমনি ভারতের ব্যবসা ও রাজনীতিকেও আলোড়িত করেছে। সরকারবিরোধীরা ঘটনার তদন্ত দাবি করেছে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক আদানিতে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা অতিক্রম করেছে কিনা তা খতিয়ে দেখছে।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর ১০ শতাংশ কমেছে। এ ছাড়া আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি টোটালগ্যাস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশনের প্রতিটির শেয়ার কমেছে। অন্যদিকে আদানি পাওয়ার ও আদানি উইলমারের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।
প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় গত সপ্তাহে শীর্ষ ধনী থেকে তৃতীয় অবস্থানে নেমে এসেছিলেন গৌতম আদানি। সেখানে থেকে তিনি এখন বিশ্বের ১৬তম অবস্থানে নেমে গেছেন।
সরকারি ও ব্যাংকিং সূত্র আজ রয়টার্সকে জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক দেশটির স্থানীয় ব্যাংকগুলোকে বিনিয়োগসীমার (এক্সপোজার) বিস্তারিত প্রকাশ করতে বলেছে। পুঁজিবাজারের কোম্পানি সিএলএসএ বলেছে, গত বছরের মার্চে ভারতের ব্যাংকগুলো আদানি গ্রুপের ২ হাজার ৪৫২ কোটি ডলার ঋণের ৪০ শতাংশ প্রকাশ করেছিল।
এ সপ্তাহের শুরুতে আদানি গ্রুপ বলেছিল, তারা বিনিয়োগকারীদের পূর্ণ সমর্থন পেয়েছিল। তবে সম্প্রতি তাদের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়েছে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আদানি গ্রুপের সিকিউরিটিজের বিপরীতে গ্রাহকদের মার্জিন লোন বাড়ানো বন্ধ করে দিয়েছে সিটি গ্রুপ। এ ব্যাপারে সিটি গ্রুপের কাছে জানতে চাইলে তারা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে হিন্ডেনবার্গ প্রতিবেদনে বলেছে, আদানি গ্রুপ ‘কয়েক দশক ধরে নির্লজ্জভাবে শেয়ার বাজারে কারসাজি করে আসছে এবং তারা হিসাব জালিয়াতিতে জড়িত।’
সংস্থাটি বলছে, তারা আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির মালিকানাধীন ব্যবসা পরিদর্শন ও নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্তের পর আদানি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানির বড় ভাই বিনোদ মরিশাস, সাইপ্রাস এবং বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ‘অফশোর শেল’ পরিচালনা করেন।
তবে আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, ‘শর্ট-সেলারের স্টক ম্যানিপুলেশনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এসব অভিযোগ ভারতীয় আইনের অজ্ঞতা থেকে উদ্ভূত।’
হ্যান্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর থেকে ক্রমাগত দরপতন হচ্ছে আদানি গ্রুপের। দরপতনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার গভীর রাতে আদানি গ্রুপ ঘোষণা করেছে, তারা শেয়ার বিক্রি বন্ধ করছে। কারণ শেয়ারের দাম দিনের বেলায় ওঠানামা করছে। এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কোম্পানির বোর্ড মনে করছে, এই সমস্যা নিয়ে এগিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৬ ঘণ্টা আগে