অনলাইন ডেস্ক
মন্দিরের দেয়ালে লাগানো হাতির আবক্ষ মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ছে পানি। এটিকে ‘চরণামৃত’ ভেবে পানের জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। কেউ দুই হাতের আঁজলা পেতে, কেউ বা চায়ের কাপে সংগ্রহ করছেন সেই ‘পবিত্র’ পানি। সম্প্রতি ভারতের বৃন্দাবনের এক মন্দিরে ঘটে যাওয়া এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ভিডিওর দৃশ্যটি বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের।
ভাইরাল ভিডিওটিতে পানি পানকারীদের উদ্দেশে কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওই জল খাবেন না। ওটা চরণামৃত নয়।’
মন্দিরের পূজারিরাও নিশ্চিত করেন, ওটা এসির পানি! কিন্তু এরপরও কারও ভ্রুক্ষেপ নেই। পুণ্যার্থীরা পাত্র হাতে হাতির মুখের নিচে হুড়োহুড়ি করে কাপে ‘পবিত্র পানি’ ভরেই চলেন এবং পানও করেন ভক্তি ভরে। কেউ কেউ আবার ওই পানি ছিটিয়ে দেন মাথাতেও।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওটির কমেন্টবক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির জল কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে! এদের এমনই কুসংস্কার যে, কোনো কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে একবারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
বৃন্দাবনের এই ঘটনায় যুক্তিবাদী ভারতীয়রাও হতাশ বলে জানায় আনন্দবাজার। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এমন কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এক ব্যক্তির বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারতে কুসংস্কার মুক্তির শিক্ষা কতটা জরুরি তা ওই মন্দিরের দৃশ্য এক ঝলক দেখলে রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে।
তবে কেউ কেউ পুণ্যার্থীদের চরণামৃত ভেবে এসির পানি পানের এমন হুড়োহুড়ির জন্য দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষকে। তাঁদের বক্তব্য, ‘কুসংস্কারের মাত্রা দেখলে অবাক হতে হয়। আরও অদ্ভুত বিষয় হলো, কথাটা মন্দিরের পূজারিরা শুধু মুখে না বলে একটি লিখিত নোটিশ তো ওখানে লাগিয়ে দিতে পারতেন! সেটা না করে মন্দির কর্তৃপক্ষও বিষয়টিতে উসকানি দিচ্ছেন না কি!’
মন্দিরের দেয়ালে লাগানো হাতির আবক্ষ মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ছে পানি। এটিকে ‘চরণামৃত’ ভেবে পানের জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। কেউ দুই হাতের আঁজলা পেতে, কেউ বা চায়ের কাপে সংগ্রহ করছেন সেই ‘পবিত্র’ পানি। সম্প্রতি ভারতের বৃন্দাবনের এক মন্দিরে ঘটে যাওয়া এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ভিডিওর দৃশ্যটি বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের।
ভাইরাল ভিডিওটিতে পানি পানকারীদের উদ্দেশে কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওই জল খাবেন না। ওটা চরণামৃত নয়।’
মন্দিরের পূজারিরাও নিশ্চিত করেন, ওটা এসির পানি! কিন্তু এরপরও কারও ভ্রুক্ষেপ নেই। পুণ্যার্থীরা পাত্র হাতে হাতির মুখের নিচে হুড়োহুড়ি করে কাপে ‘পবিত্র পানি’ ভরেই চলেন এবং পানও করেন ভক্তি ভরে। কেউ কেউ আবার ওই পানি ছিটিয়ে দেন মাথাতেও।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওটির কমেন্টবক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির জল কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে! এদের এমনই কুসংস্কার যে, কোনো কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে একবারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
বৃন্দাবনের এই ঘটনায় যুক্তিবাদী ভারতীয়রাও হতাশ বলে জানায় আনন্দবাজার। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এমন কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এক ব্যক্তির বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারতে কুসংস্কার মুক্তির শিক্ষা কতটা জরুরি তা ওই মন্দিরের দৃশ্য এক ঝলক দেখলে রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে।
তবে কেউ কেউ পুণ্যার্থীদের চরণামৃত ভেবে এসির পানি পানের এমন হুড়োহুড়ির জন্য দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষকে। তাঁদের বক্তব্য, ‘কুসংস্কারের মাত্রা দেখলে অবাক হতে হয়। আরও অদ্ভুত বিষয় হলো, কথাটা মন্দিরের পূজারিরা শুধু মুখে না বলে একটি লিখিত নোটিশ তো ওখানে লাগিয়ে দিতে পারতেন! সেটা না করে মন্দির কর্তৃপক্ষও বিষয়টিতে উসকানি দিচ্ছেন না কি!’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
৩১ মিনিট আগেপশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। ১ মিলিয়ন পাউন্ডের এই লটারি তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তিনি প্রায় ২ মাস পর জানতে পেরেছিলেন...
৩৪ মিনিট আগেরাশিয়া ইউক্রেনে এবার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা করেছে। আজ বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ইউক্রেন রাশিয়ায় মার্কিন নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার...
১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো উপমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
২ ঘণ্টা আগে