মন্দিরের দেয়ালে হাতির মূর্তি বেয়ে পড়ছে এসির পানি, ‘চরণামৃত’ ভেবে হুড়োহুড়ি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৯: ৫৮
Thumbnail image
ভারতে মন্দিরের দেয়াল বেয়ে পড়ছিল এসির পানি, ‘চরণামৃত’ ভেবে হুড়োহুড়ি পুণ্যার্থীদের। ছবি: আনন্দবাজার

মন্দিরের দেয়ালে লাগানো হাতির আবক্ষ মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ছে পানি। এটিকে ‘চরণামৃত’ ভেবে পানের জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। কেউ দুই হাতের আঁজলা পেতে, কেউ বা চায়ের কাপে সংগ্রহ করছেন সেই ‘পবিত্র’ পানি। সম্প্রতি ভারতের বৃন্দাবনের এক মন্দিরে ঘটে যাওয়া এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ভিডিওর দৃশ্যটি বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের।

ভাইরাল ভিডিওটিতে পানি পানকারীদের উদ্দেশে কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওই জল খাবেন না। ওটা চরণামৃত নয়।’

মন্দিরের পূজারিরাও নিশ্চিত করেন, ওটা এসির পানি! কিন্তু এরপরও কারও ভ্রুক্ষেপ নেই। পুণ্যার্থীরা পাত্র হাতে হাতির মুখের নিচে হুড়োহুড়ি করে কাপে ‘পবিত্র পানি’ ভরেই চলেন এবং পানও করেন ভক্তি ভরে। কেউ কেউ আবার ওই পানি ছিটিয়ে দেন মাথাতেও।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওটির কমেন্টবক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির জল কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে! এদের এমনই কুসংস্কার যে, কোনো কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে একবারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’

বৃন্দাবনের এই ঘটনায় যুক্তিবাদী ভারতীয়রাও হতাশ বলে জানায় আনন্দবাজার। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এমন কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এক ব্যক্তির বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারতে কুসংস্কার মুক্তির শিক্ষা কতটা জরুরি তা ওই মন্দিরের দৃশ্য এক ঝলক দেখলে রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে।

তবে কেউ কেউ পুণ্যার্থীদের চরণামৃত ভেবে এসির পানি পানের এমন হুড়োহুড়ির জন্য দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষকে। তাঁদের বক্তব্য, ‘কুসংস্কারের মাত্রা দেখলে অবাক হতে হয়। আরও অদ্ভুত বিষয় হলো, কথাটা মন্দিরের পূজারিরা শুধু মুখে না বলে একটি লিখিত নোটিশ তো ওখানে লাগিয়ে দিতে পারতেন! সেটা না করে মন্দির কর্তৃপক্ষও বিষয়টিতে উসকানি দিচ্ছেন না কি!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত