সফল চন্দ্রাভিযানে আকাশে উড়ছেন মোদি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২০: ০০
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০: ৩৪

মহাকাশ পরাশক্তির তালিকায় সর্বশেষ সংযোজন ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়েছে তাদের পাঠানো যান। 

ভারতের জন্য ঐতিহাসিক এই ক্ষণটি যখন এল—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন ব্রিকস সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকেই নিজের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

মোদির এমন উচ্ছ্বাসের যথেষ্ট কারণও আছে। চাঁদে সফল অভিযান পরিচালনা করা সহজ বিষয় নয়। কদিন আগেই রাশিয়ার একটি চন্দ্র অভিযান ব্যর্থ হয়ে গেছে। এমনকি চাঁদের উদ্দেশে ভারতের প্রথম অভিযানটিও ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়বারের চেষ্টায় দেশটি সফল হয়েছে। 

সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এক ভার্চুয়াল ভাষণে মোদি বলেছেন, ‘আকাশের কোনো সীমা নেই।’ 

কন্ট্রোল রুমে থাকা অভিযাত্রী দলের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘এই মুহূর্তটির জন্য দেশ আমাদের সব সময় স্মরণ রাখবে। এই সাফল্য ভারতকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ঠেলে দেবে।’ 

প্রথম অভিযানের ব্যর্থতার প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি বলেন, ‘এই দিনটি দেখিয়ে দিল কীভাবে আমরা আমাদের ব্যর্থতা থেকে শিখতে পারি এবং শেষ পর্যন্ত সফল হতে পারি।’ 

এর আগে ভার্চুয়াল ওই বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের সফল চন্দ্রাভিযান শুধু ভারতের একার নয়।’ 

এ সময় তিনি অন্যান্য দেশকেও চাঁদে অভিযান পরিচালনা করার আহ্বান জানান এবং ভারতের সাফল্যকে সমগ্র মানবতার সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। 

উচ্ছ্বসিত কন্ট্রোল রুম থেকে করতালির আওয়াজে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত