ভারতে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক। আজ শুক্রবার শুরু হওয়া (২৫ অক্টোবর) এই বিশেষ বৈঠক আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। দলিত শ্রেণির কাছে পৌঁছানো, জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু, জম্মু-কাশ্মীরের ভোট পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা, ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ—এই সমস্ত কিছুই আলোচিত হবে আরএসএসের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠকে।
এই বৈঠকে আরএসএসের শতবর্ষ পালনের নানা কর্মসূচি নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।
জানা গেছে, সারা দেশ থেকে মোট ৩৯৩ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদাধিকারী এই বৈঠকে যোগ দেবেন। আরএসএস সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর ভাষণেই সংঘ প্রধান মোহন ভাগবত বিবিধ ইস্যু স্থির করে দিয়েছিলেন— সে নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের গুজবের মোকাবিলায় সমাজকে সংঘটিত করা ও সহাবস্থান নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর পাশাপাশি, শিশুদের মনে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি নিয়েও হবে আলোচনা।
সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, ভারতের মহান সন্তানদের জীবনী ও সে বিষয়ে সংঘের কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, বিরসা মুণ্ডা, অহল্যাবাঈ হোলকার, রানি দুর্গাবতীদের নিয়ে আলোচনা হবে।
আগামী বছরের বিজয়া দশমী উদ্যাপন নিয়েও সংঘের এই বৈঠকে আলোচনা হবে।
ভারতে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক। আজ শুক্রবার শুরু হওয়া (২৫ অক্টোবর) এই বিশেষ বৈঠক আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। দলিত শ্রেণির কাছে পৌঁছানো, জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু, জম্মু-কাশ্মীরের ভোট পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা, ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ—এই সমস্ত কিছুই আলোচিত হবে আরএসএসের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠকে।
এই বৈঠকে আরএসএসের শতবর্ষ পালনের নানা কর্মসূচি নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।
জানা গেছে, সারা দেশ থেকে মোট ৩৯৩ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদাধিকারী এই বৈঠকে যোগ দেবেন। আরএসএস সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর ভাষণেই সংঘ প্রধান মোহন ভাগবত বিবিধ ইস্যু স্থির করে দিয়েছিলেন— সে নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের গুজবের মোকাবিলায় সমাজকে সংঘটিত করা ও সহাবস্থান নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর পাশাপাশি, শিশুদের মনে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি নিয়েও হবে আলোচনা।
সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, ভারতের মহান সন্তানদের জীবনী ও সে বিষয়ে সংঘের কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, বিরসা মুণ্ডা, অহল্যাবাঈ হোলকার, রানি দুর্গাবতীদের নিয়ে আলোচনা হবে।
আগামী বছরের বিজয়া দশমী উদ্যাপন নিয়েও সংঘের এই বৈঠকে আলোচনা হবে।
২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
৪ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৪ ঘণ্টা আগে