বারাণসীর রেলস্টেশনে আগুন, দুই শতাধিক মোটরসাইকেল পুড়ে ছাই

অনলাইন ডেস্ক    
Thumbnail image
আগুনে বিপুল সংখ্যক বাইক পুড়ে গেছে। ছবি: স্ক্রিনশট

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০০টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার ভোরে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী। ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের একটি পানি সরবরাহ পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে পানি ছিটাতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।

খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশের দলও উপস্থিত হয় বলে জানান কর্মকর্তারা।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। জিআরপির সিও কুনওয়ার বাহাদুর সিং গণমাধ্যমকে বলেন, কিছু সাইকেলও পুড়ে গেছে...আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছিল। আমরা আরও তদন্ত করছি।

ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সাইকেল রেলওয়ে কর্মচারীদের বলে জানা গেছে।

রেলওয়ের এক কর্মচারী বলেন, আমি রাত ১২টার দিকে বাইক পার্ক করেছিলাম...গাড়ি পার্কিং এলাকায় থাকা একজন আমাকে জানিয়েছিলেন যে, রাত ১১টার দিকে একটি শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছে। কয়েক ঘণ্টা পর, একজন যাত্রী আমাকে জানালেন যে বাইরে বিশাল আগুন। আমি বাইক বের করে অন্য পাশে রেখে এসেছি...এর কিছুক্ষণ পরেই আগুন পার্কিং এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত