ভারত-নেপাল সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের বারগাদওয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, আজ বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) কমান্ড্যান্ট শংকর সিং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ২ বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত পেরিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করেছিলেন।
শংকর সিং জানিয়েছেন, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম—আহমেদ রুবেল এবং মোহাম্মদ খোকন। তাঁরা দুজন উত্তর প্রদেশে বারগাদওয়া সীমান্ত এলাকা হয়ে নেপালে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের স্থানীয় পুলিশের কাছের হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, গতকাল বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশিকে আটকের পর ফেরত পাঠানো হয়। রাজ্যের মুখমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে বলেছেন, আমাদের আসাম পুলিশের কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করতে সতর্ক রয়েছেন।
টুইটে বিশ্ব শর্মা বলেন, ‘নিম্নলিখিত বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে এবং গভীর রাতে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাঁরা হলেন—আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি এবং আক্তার।’ আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর আসাম পুলিশ ৫০ জন অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠিয়েছে।
ভারত-নেপাল সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের বারগাদওয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, আজ বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) কমান্ড্যান্ট শংকর সিং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ২ বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত পেরিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করেছিলেন।
শংকর সিং জানিয়েছেন, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম—আহমেদ রুবেল এবং মোহাম্মদ খোকন। তাঁরা দুজন উত্তর প্রদেশে বারগাদওয়া সীমান্ত এলাকা হয়ে নেপালে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের স্থানীয় পুলিশের কাছের হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, গতকাল বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশিকে আটকের পর ফেরত পাঠানো হয়। রাজ্যের মুখমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে বলেছেন, আমাদের আসাম পুলিশের কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করতে সতর্ক রয়েছেন।
টুইটে বিশ্ব শর্মা বলেন, ‘নিম্নলিখিত বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে এবং গভীর রাতে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাঁরা হলেন—আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি এবং আক্তার।’ আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর আসাম পুলিশ ৫০ জন অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠিয়েছে।
পেহেলাগাম হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রায় সাড়ে ছয় দশকের সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। আজ আবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি রয়েছে...
২ মিনিট আগেচলে যাও! চলে যাও! চলে যাও! টেলিগ্রাম ভিডিওতে উচ্চকিত কণ্ঠে চলছে এই স্লোগান। কখনো বা সুরে সুরে। বার্তা খুবই স্পষ্ট। আর তা হচ্ছে, ‘হামাসের সবাই হটো।’ হামাস, গাজা, ইসরায়েল, বিক্ষোভ, স্লোগান, মধ্যপ্রাচ্য, রয়টার্স, ফিলিস্তিনি,
৫ মিনিট আগেরাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
১ ঘণ্টা আগেবাণিজ্যযুদ্ধ সমাধানে আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে আগে চীনা পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক বাতিল করতে হবে। বিশ্বব্যাপী চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রকে এমন প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই আগে আরোপিত শুল্ক বাতিল করবেন।
১ ঘণ্টা আগে