এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে তোড়জোড় ত্রিপুরার

অনলাইন ডেস্ক   
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৩: ৫২
Thumbnail image
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সীমান্ত আছে ৮৫৭ কিলোমিটার। এর মধ্যে ৮৩১ কিলোমিটার সীমান্ত এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দিয়েছে ভারত সরকার। এবার বাকি ২৬ কিলোমিটার সীমান্তেও বেড়া দেওয়ার কাজ শেষ করতে ভারতের কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়তে পারে এই আশঙ্কায় ত্রিপুরা সরকার বাকি ২৬ কিলোমিটার সীমান্তও বেড়া দেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকারের প্রতি।

ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে অনুরোধ করেছেন যেন, রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের যে অংশে এখনো বেড়া দেওয়া হয়নি সেখানকার কাজ দ্রুত সম্পন্ন করা হয়। তাঁর দাবি, রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ত্রিপুরার রাজধানী আগরতলায় মানিক সাহা সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নজর রাখছি এবং এটি আমাদের দেশের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে তা দেখতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় আমরা এই বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরেছি এবং সীমান্তে সম্পূর্ণ বেড়া দেওয়ার অনুরোধ করেছি।’

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, উত্তর-পূর্ব ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষীবাহিনী-বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) কর্মীরা বেড়া না থাকা অংশ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার, সিপাহিজেলা জেলার কমলাসাগর এলাকায় সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা পাঁচ বাংলাদেশিকে আটক করেছেন।

এর আগে, বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল—এমন আশঙ্কা ব্যক্ত করেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল।

সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দপ্তর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি চিঠি পাঠানো হয়। বিপ্লব কুমারের দপ্তর গতকাল বুধবার এই চিঠি প্রকাশ করেছে। এতে অমিত শাহর প্রতি অনুরোধ জানানো হয়েছে, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের যে অংশে এখনো বেড়া দেওয়া হয়নি, তা দ্রুত শেষ করা হোক। চিঠিতে সাবেক এই মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সীমান্তে বেড়ার কাজ সম্পূর্ণ করতে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, এখনো ২৬ দশমিক ৬৪ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণকাজ সম্পন্ন হয়নি। এই অংশে নির্মাণকাজের গতি খুবই ধীর। তিনি দ্রুত এ কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি পুরোনো সীমান্ত বেড়া সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের তোড়জোড়, মমতাকে ব্যাপক চাপ

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন বিপ্লব কুমার দেব। চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্তের ফাঁকা অংশগুলোর সুযোগ স্বার্থান্বেষীরা গ্রহণ করতে পারে। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সদস্যসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে ত্রিপুরার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত