Ajker Patrika

সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধীও

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৬: ৪৭
সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধীও

এবার করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও করোনাভাইরাসে আক্রান্ত হন। এদিক ভারতজুড়ে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্যটিতে নতুন করে মাস্ক পরার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এক টুইটে প্রিয়াঙ্কা নিজেই তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শেয়ার করে লিখেছেন, ‘বেশ কিছু ছোটখাটো লক্ষণসহ কোভিডে আক্রান্ত হয়েছি। সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করছি এবং নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। নিকট অতীতে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রতি অনুরোধ তাঁরা দয়া করে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবেন।’ 

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিডে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও কেরালায় সবচেয়ে বেশি। দুটি রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজারেরও বেশি ছাড়িয়েছে। 

অন্যদিকে নিহতদের মধ্যে ছয়জনই কেরালার। বাকি একজন মহারাষ্ট্রের, একজন নাগাল্যান্ডের এবং দুজন দিল্লির। 

বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ৫৭, অসমে ৩ এবং মিজোরামে ২০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ত্রিপুরা ও মেঘালয়ে অবশ্য কোভিডে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত