অনলাইন ডেস্ক
ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি
ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি
কলম্বিয়ার নেতৃত্বে ৬২টি দেশের অংশগ্রহণে মাদক পাচার রোধে চালানো অভিযানে এক হাজার টনেরও বেশি গাঁজাসহ মোট ১ হাজার ৪০০ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ২২৫ মেট্রিক টন কোকেইনও আছে। ছয় সপ্তাহ ধরে চলা এ অভিযানে ছয়টি নার্কো সাব অর্থাৎ মাদক পাচারে ব্যবহৃত সাব-মার্সিবল জাহাজ আটক করা হয়।
১ মিনিট আগেরাজস্থানের আজমির শহরে অবস্থিত সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ শরীফ নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। দিল্লিভিত্তিক হিন্দু সেনা সংগঠন দাবি করছে, বর্তমান দরগাহের স্থানে আগে একটি শিব মন্দির ছিল। তাদের অভিযোগের ভিত্তিতে আজমিরের মুন্সেফ আদালত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক,
১ ঘণ্টা আগেঝাড়খন্ডে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ৪০-৫০ খণ্ড করার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। খুন্তি জেলার জঙ্গলে নিয়ে ওই নারীকে হত্যার পর তার দেহের খণ্ডিত অংশগুলো ফেলে আসেন পেশায় কসাই অভিযুক্ত নরেশ ভেংরা।
২ ঘণ্টা আগেমাস্ক ও রামাস্বামীকে দায়িত্ব দিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা প্রশাসনে বড় ধরনের সরকারি কাটছাঁটের সুপারিশ করবেন। সে সময় অনেক সরকারি কর্মচারী বুঝতে পারেন যে তারা চাকরি হারাতে যাচ্ছেন। এখন এক্স-এ কয়েকজনের নাম প্রকাশ হতে দেখে তাঁদের মনে ভয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও তাঁর ব্যক্তিগত লক্ষ্য হয়ে উঠতে পারেন ত
৩ ঘণ্টা আগে